নয়াদিল্লি:  দেশের সীমান্ত রক্ষার গুরুদায়িত্ব যাদের, সেই বিএসএফ জওয়ানদের খালি পেটে থাকতে হয়। সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ান তেজ বাহাদুর যাদবের এই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে সম্প্রতি তোলপাড় পড়ে যায় দেশজুড়ে। এরপরই কেন্দ্রীয় সরকার ওই বিএসএফ জওয়ানের দাবি খতিয়ে দেখার নির্দেশ দেয়।

গতকালই তদন্তের স্বার্থে তেজ বাহাদুরকে অন্যত্র সরানোর কথা বলেন বিএসএফের আইজি ডি কে উপাধ্যায়।

পোড়া রুটি: অভিযোগের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন বিএসএফের, নিরপেক্ষ তদন্তের জন্য অন্যত্র সরানো হবে ওই জওয়ানকে

পরে জানা যায় অন্যত্র সরিয়ে জওয়ানকে কল মিস্ত্রির পদে বদলি করা হয়েছে। শুধু তাই নয়, তেজ বাহাদুর জানিয়েছেন, তাঁর সহকর্মীরা তাঁর এই ভিডিও পোস্ট করার বিষয় খুশি হলেও, ঊর্ধতন কর্তৃপক্ষের তরফ থেকে ওই ভিডিও ক্রমাগত সরিয়ে নেওয়ার জন্যে চাপ আসছে।

বরাদ্দ খাবার নিয়ে দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ জম্মু ও কাশ্মীরে নিযুক্ত বিএসএফ জওয়ানের, তোলপাড় সোশ্যাল মিডিয়া

পাহাড়ি এলাকায় প্রতিকূল পরিস্থিতিতে কর্মরত জওয়ানদের দুঃখদুর্দশা তুলে ধরে তিনি কয়েকটি ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে যাদব অভিযোগ করেন, বিএসএফের উচ্চ পদস্থ আধিকারিকরা তাঁদের জন্য বরাদ্দ খাদ্যসামগ্রী (গম, চাল, ডাল) বাজারে বিক্রি করে দেন। এবিষয় কেউ কোনও প্রতিবাদ করেন না বলে তিনি আক্ষেপ প্রকাশ করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করেন ওই ভিডিওয়ে। এই কথা প্রকাশ্যে আসার পরই বিএসএফ ছাউনি থেকে তাঁকে হেডকোয়ার্টারে বদলি করা হয়। তারপর দেওয়া হয় মিস্ত্রির কাজ, জানিয়েছেন তেজ বাহাদুর। তবে নিজের চাকরি যাওয়া নিয়ে ভীত নন তিনি।

এপ্রসঙ্গে, তেজ বাহাদুরকে এই কাজ দেওয়া প্রসঙ্গে বিএসএফ-এর দাবি, ওই জওয়ান অস্ত্র-সহ ভিডিও পোস্ট করেছিলেন। যা বাহিনীর শৃঙ্খলা-বিরুদ্ধ। সেকারণেই অস্ত্রহীন পদে তাঁকে বদলি করা হয়েছে।