নয়াদিল্লি: রূপান্তরকামীরা যাতে স্বচ্ছন্দে আয়কর রিটার্ন জমা দিতে পারেন সে জন্য বিশেষ ব্যবস্থা নিল কেন্দ্র। আয়কর আইন সংশোধন করে তাতে রূপান্তরকামীদের নিরপেক্ষ লিঙ্গ হিসেবে চিহ্নিত করার ব্যবস্থা করেছে তারা। তাঁদের প্যান কার্ডেও এই ব্যবস্থা থাকছে।

প্যানের জন্য যে রূপান্তরকামীরা আবেদন করতে চান, তাঁদের জন্য ফর্মে এবার থেকে আলাদা একটি টিক দেওয়ার বাক্স থাকছে। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস বা সিটিবিটি গতকাল প্যান ফর্ম  সংক্রান্ত যে নোটিশ জারি করেছে তাতে প্যান কার্ড পাওয়ার নয়া প্রক্রিয়াগুলি সম্পর্কে উল্লেখ রয়েছে। এখনও পর্যন্ত শুধু নারী ও পুরুষ বিভাগই প্যান ফর্মে থাকে, এবার থেকে তাতে যুক্ত হচ্ছে নিরপেক্ষ লিঙ্গ বিভাগটিও।

এক আধিকারিক জানিয়েছেন, রূপান্তরকামীদের অনেকেরই প্যান কার্ড পেতে সমস্যা হচ্ছিল, আধার কার্ডে তৃতীয় লিঙ্গ সংক্রান্ত উল্লেখ থাকলেও প্যানে তা ছিল না। ফলে রূপান্তরকামীরা তাঁদের প্যানের সঙ্গে আধার যুক্ত করতে পারতেন না। নয়া ব্যবস্থার ফলে তাঁদের সেই সমস্যা মিটবে বলে আশা করা হচ্ছে।