হায়দরাবাদ:  এখনকার মেটাল সিলিন্ডার থেকে গ্যাস চুরির অভিযোগ দীর্ঘদিনের। অভিযাগ, গ্রাহকের বাড়িতে ডেলিভারিম্যান সিলিন্ডার দিতে আসার আগে অনেক সময়ই গ্যাস চুরি করা হয়। এবার গ্যাস চুরি রুখতে নয়া উদ্যোগ নিচ্ছে তেলঙ্গানা সরকার। মেটাল সিলিন্ডার সরিয়ে স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট সিলিন্ডার আনার ভাবনাচিন্তা করছে তারা। চলতি অর্থবর্ষ থেকেই হায়দরাবাদ এবং রঙ্গা রেড্ডি জেলায় চালু হবে এই সিলিন্ডার। এই দুই জায়গায় পাইলট প্রকল্প সফল হলে দেশের অন্যত্রও চালু হবে তা।

এই সি-থ্রু সিলিন্ডারের মধ্যে হাল্কা নীল রঙের গ্যাস ভরা থাকবে। যেহেতু এই সিলিন্ডারের ভেতর পর্যন্ত দেখা যাবে, তাই কত পরিমাণ গ্যাস প্রথমে ভরা ছিল, এবং খরচের পর কতটা রইল, সেটা বুঝতে পারবেন ব্যবহারকারীরা। এর ফলে সিলিন্ডার দিতে আসার সময় যে গ্যাস চুরির অভিযোগ উঠত, সেটা রোখা যাবে।

তবে নয়া এই প্রকল্পের পথের কাঁটা হল এর দাম। তেলঙ্গানায় সাধারণ মেটাল সিলিন্ডারের দাম ১৪০০ টাকার আশেপাশে, সেখানে স্বচ্ছ সিলিন্ডারের দাম পড়বে তিন হাজার টাকা।  প্রশ্ন হচ্ছে, গ্রাহকরা এই বাড়তি ১৬০০ টাকা দিতে প্রস্তুত কিনা?

সূত্রের খবর, ইতিমধ্যে স্বেচ্ছায় যাঁরা রান্নার গ্যাসে ভর্তুকি ছেড়েছেন, তাঁরাই প্রথম স্বচ্ছ সিলিন্ডার স্কিমের সুযোগ পাবেন। ওই সিলিন্ডার কেনার জন্য ডিপোজিট বাবদ বাড়তি ১৬০০ টাকা দিতে চান কিনা, তাঁদের কাছে জানতে চাওয়া হবে।