মুম্বই : কোভিডের শৃঙ্খল ভাঙতে একান্ত প্রয়োজনীয় মাস্ক পরা। কিন্তু নিয়মনীতির তোয়াক্কা না করে অনেকেরই গা ছাড়া মনোভাব দেখা যাচ্ছে। এমন অবস্থায় মাস্ক পরা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে মহারাষ্ট্র প্রশাসন। যেখানে বলা হয়েছে, মাস্ক না পরা অবস্থায় ট্রেনে চড়লেই দিতে হবে ২০০ টাকা জরিমানা। তৎক্ষণাৎ সেই টাকা কারও কাছে না থাকলে অপেক্ষা করবে আরও মোক্ষম শাস্তি। সেক্ষেত্রে রাস্তা ঝাঁট দিতে হবে তাদের।
বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) ইতিমধ্যে যে নিয়ম কার্যকর করেছে, তাতে মাস্ক না পরে রাস্তায় কেউ ধরা পড়লেই জরিমানা, আর তা দিতে না পারলে ঝাঁটা দেওয়ানোর সমাজসেবার কাজ করানো হচ্ছে। এবার ট্রেনে চড়ার ক্ষেত্রেও একই নিয়ম জারি করার কথা বলেছে মহারাষ্ট্র সরকার। আগামী সপ্তাহের শুরু থেকে যা চালু করা নিশ্চিত করতে জিআরপিকে চিঠি দিয়ে নির্দেশ দিয়েছে তারা।
খোলা রাস্তায় মাস্ক ছাড়া বেরনো লোকজনকে শিক্ষা দিতে ইতিমধ্যে কে-ওয়েস্ট সিভিক সোসাইটি কয়েকজনকে রাস্তা ঝাঁট দিতে বাধ্য করেছে। তাদের শাস্তির পর বিনামূল্যে মাস্ক উপহার দিয়ে বাড়ি পাঠানোও হয়েছে। আন্ধেরি পশ্চিম জুহু ও ভরসোভাকে নিয়ে তৈরি কে-ওয়েস্ট সিভিক ওয়ার্ডের সহকারী মিউনিসিপ্যাল কমিশনার বিকাশ মোটে আশাবাদী এই শিক্ষা তাদের করোনা শৃঙ্খল রোখার কর্মযজ্ঞে বাকিদেরও সতর্ক করতে সাহায্য করবে।
মহারাষ্ট্রে মাস্ক ছাড়া ট্রেনে চড়লে ২০০ টাকা জরিমানা, অনাদায়ে শাস্তি রাস্তা ঝাঁট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Oct 2020 10:18 PM (IST)
মাস্ক পরা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে মহারাষ্ট্র প্রশাসন। যেখানে বলা হয়েছে, মাস্ক না পরা অবস্থায় ট্রেনে চড়লেই দিতে হবে ২০০ টাকা জরিমানা। তৎক্ষণাৎ সেই টাকা কারও কাছে না থাকলে অপেক্ষা করবে আরও মোক্ষম শাস্তি। সেক্ষেত্রে রাস্তা ঝাঁট দিতে হবে তাদের।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -