নয়াদিল্লি: হিমাচল প্রদেশে প্রবল তুষারপাতের মধ্যেই এবার ভূমিকম্প। আজ সকাল ১১টা ৫৫ মিনিটে কাংরা জেলায় ভূমিকম্প হয়। মাটির পাঁচ কিলোমিটার গভীরে কম্পন হয় বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪। ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, তুষারপাতের ফলে হিমাচল প্রদেশের ৬০০টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। আবহাওয়া দফতর শুক্রবার পর্যন্ত তুষারপাত ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় তাপমাত্রা হিমাঙ্কের নীচে। তুষারপাতের ফলে জনজীবন ব্যাহত। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা বরফ সরিয়ে রাস্তা দিয়ে ফের যান চলাচল শুরু করার কাজ চালিয়ে যাচ্ছেন।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
হিমাচল প্রদেশের কাংরায় ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৩.৪, ক্ষয়ক্ষতির খবর নেই
Web Desk, ABP Ananda
Updated at:
12 Jan 2020 03:29 PM (IST)
ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -