নয়াদিল্লি: ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ। উত্তর ভারতের একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্তান-কাজাখস্তান সীমান্ত লাগোয়া হিন্দুকুশ পর্বত। মার্কিন ভূতত্ববিদেরা জানিয়েছেন, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। এদিন বিকেল সওয়া ৪টে নাগাদ কম্পন অনুভূত হয়েছে জম্মু-কাশ্মীর, পঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানাতে। এমনকী, কম্পন অনুভূত হয়েছে রাজধানী দিল্লিতে। পাশাপাশি, কম্পন অনুভূত হয়েছে আফগানিস্তান, পাকিস্তানেও। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।