ঝাবুয়া (মধ্যপ্রদেশ): পরপুরুষের সঙ্গে ‘পালানোর শাস্তি’ হিসেবে মধ্যপ্রদেশের খেড়ি গ্রামে স্বামীকে কাঁধে তুলে দু কিলোমিটার হাঁটতে বাধ্য করা হল ৩২ বছরের এক আদিবাসী মহিলাকে।
ঘটনাটি ঘটেছে রবিবার ঘটা ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে ইন্টারনেটে। ভিডিওতে দেখা গিয়েছে, এক ব্যক্তিকে কাঁধে তুলে হাঁটছেন এক মহিলা। মহিলাকে ওই ব্যক্তি ও অন্যান্য গ্রামবাসীরা মারধর করছে।
ভিডিও প্রকাশ হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশ সুপার মহেশ চন্দ্র জৈন জানান, মহিলার অভিযোগের ভিত্তিতে শ্বশুর, দেওর সহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তারমধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
আরেক পুলিশ আধিকারিক জানান, গত ২৮ তারিখ, মহিলার স্বামী পুলিশে অভিযোগ করেন যে, তাঁর স্ত্রী অন্য এক আদিবাসী পুরুষের সঙ্গে পালিয়েছে। গত ৪ তারিখ মধ্যস্থতার পর স্ত্রী ফিরে আসেন গ্রামে।