নয়াদিল্লি: প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অনিল মাধব দাভের প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লি সহ সমস্ত রাজ্যগুলির রাজধানীতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
এদিন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী দাভের মৃত্যু হয়। অসুস্থতা বোধ করার পর তাঁকে এইমসে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিত্সকরা ৬০ বছরের এই বিজেপি নেতাকে মৃত ঘোষণা করেন।
একটি সরকারি বিবৃতিতে দাভের মৃত্যুর কথা জানিয়ে বলা হয়েছে, প্রয়াত মন্ত্রীর প্রতি শ্রদ্ধা হিসেবে আজ ও তাঁর শেষকৃত্যের দিন দিল্লি সহ সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির রাজধানীতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
২০০৯ থেকে রাজ্যসভার সদস্য ছিলেন দাভে। নদী সংরক্ষণ বিষয়ে বিশেষজ্ঞ দাভে বিশ্ব উষ্ণায়ন সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য। পরিবেশ সম্পর্কে তিনি ছিলেন খুবই উত্সাহী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাভের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। তিনি বলেছেন, দাভের প্রয়াণ তাঁর কাছে ব্যক্তিগত ক্ষতি।
প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রীকে শ্রদ্ধা জানাতে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা
ABP Ananda, web desk
Updated at:
18 May 2017 12:56 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -