নয়াদিল্লি: সংসদের আসন্ন বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই মূল্যবৃদ্ধি ইস্যুতে সোচ্চার হবে তৃণমূল কংগ্রেস।


রাজ্যসভায় তৃণমূলের সংসদীয় দলনেতা ডেরেক ও’ ব্রায়েন জানান, ইতিমধ্যেই এই ইস্যুতে আলোচনার জন্য তিনটি নোটিস সরকারকে দেওয়া হয়েছে। সেখানে মূল্যবৃদ্ধির ইস্যুটিকে অতি-গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, আসন্ন অধিবেশনে মূল্যবৃদ্ধিকে বড় করে তুলে ধরা উচিত।

ডেরেক বলেন, একদিকে আমরা যেমন পণ্য পরিষেবা কর (জিএসটি)-র সমর্থন যেমন করব, আবার মূল্যবৃদ্ধি সহ দু-তিনটে ইস্যুতে সোচ্চারও হব। তাঁর দাবি, কেন্দ্রের কর্তব্য, এই ইস্যুগুলির সুষ্ঠ সমাধান বের করার। ডেরেক যোগ করেন, জ্বালানি, ডাল, সবজি সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির ফলে বাড়ছে মুদ্রাস্ফীতি। আর মুদ্রাস্ফীতির বোঝায় সাধারণ মানুষ জর্জরিত।