নয়াদিল্লি: আন্তঃরাজ্য পরিষদের বৈঠকে সুরটা বেঁধে দিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর দেখানো পথে হেঁটেই, সোমবার থেকে সংসদের বাদল অধিবেশনে রাজ্যের দাবিদাওয়া নিয়ে সরব হতে চলেছেন তৃণমূল সাংসদরা। তালিকার শীর্ষে অবশ্যই রয়েছে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের ঘাড়ে থাকা বিপুল ঋণ মকুবের দাবি।
শনিবার দিল্লিতে আন্তঃরাজ্য পরিষদের বৈঠকেও প্রধানমন্ত্রীর সামনে ঋণ মকুবের দাবিতে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের পাশাপাশি তিনি টেনে আনেন পঞ্জাব, কেরল, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের প্রসঙ্গও। এবার সংসদেও সেই বিষয়ে আলোচনা চান তৃণমূল সাংসদরা। এর পাশাপাশি রাজ্যের এক্তিয়ারে হস্তক্ষেপের অভিযোগ থেকে আধার কার্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আন্তঃরাজ্য পরিষদের বৈঠকে যে সুরে সওয়াল করেছেন, সেই লাইনে সংসদে আলোচনা চান তাঁর দলের সাংসদরা। লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে আলোচনা করতে হবে। আধার কার্ড নিয়েও সিএম বলেছেন। রবিবার মোদী সরকারের ডাকা সর্বদল বৈঠক শেষে সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার অবশ্য আশ্বাস দিয়েছেন, তাঁরা সমস্ত বিষয়েই আলোচনা করবেন।
সাধারণ মানুষের জীবনের সঙ্গে জড়িত যে ইস্যুটি সংসদের এবারের অধিবেশনে সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠে চলেছে, তা হল মূল্যবৃদ্ধি। যে মূল্যবৃদ্ধির কাঁটায় একসময় বিদ্ধ হয়েছে দ্বিতীয় ইউপিএ সরকার। সোমবার থেকে শুরু হতে চলা, বাদল অধিবেশনে, সংসদের দুই কক্ষেই এনিয়ে আলোচনার দাবি জানিয়েছে সিপিএম ও তৃণমূল।