লখনউ: বৃহস্পতিবার সংসদে পেশ হতে চলেছে বহু-প্রতীক্ষিত তিন তালাক বিরোধী বিল। তার ২৪-ঘণ্টা আগে অল ইন্ডিয়া মুসলিম উইমেন পার্সোনাল ল বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হল, বিল কোরান-বিরোধী হলে, তারা তা মেনে নেবে না।
এদিন বোর্ডের চেয়ারপার্সন শয়িস্তা অম্বর জানান, নিকাহ (বিবাহ) হল একটি চুক্তি। কেউ তা ভাঙলে শাস্তি পেতে হবে। তবে, (প্রস্তাবিত বিল) যদি কোরান ও সংবিধান পরিপন্থী হয়, তাহলে কোনও মুসলিম মহিলা তা মেনে নেবেন না।
তিনি যোগ করেন, ইতিমধ্যেই বিলের খসড়ার প্রতিলিপি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, অল ইন্ডিয়া মুসলিম উইমেন পার্সোনাল ল বোর্ড, জমায়েত ইসলামি, জমিয়ত উলেমায়ে-হিন্দ এবং এই মহিলাদের জন্য কাজ করা সংগঠনগুলিকে পাঠাতে আইন কমিশনকে চিঠি পাঠানো হয়েছিল। শয়িস্তার দাবি, আইন কমিশন জবাবে জানিয়েছে, প্রয়োজন হলে বিষয়টি আলোচনা করা হবে।
তিন তালাক নিয়ে বর্তমান বিতর্কের জন্য মুসলিম পার্সোনাল ল বোর্ডকেই দায়ী করেছেন শয়িস্তা। বলেন, ওরা যদি এই ইস্যুকে গুরুত্ব দিত, তাহলে আজ এই পরিস্থিতি হতো না। এখন অনেক দেরি হয়ে গিয়েছে। শয়িস্তার মতোই প্রস্তাবিত বিল নিয়ে শঙ্কায় মুসলিম উইমেন লিগের সভানেত্রী নৈশ হাসান। তাঁর দাবি, আগে পরিবার আদালত আইন মোতাবেক পরিবার বাঁচানোর সম্ভাবনা ছিল। কিন্তু, এখন বিলের ফলে সেই সুযোগ নেই। তিনি জানিয়ে দেন, আলোচনা ছাড়া বিল পাশ করা হলে, তারা প্রতিবাদ জানাবে।
এর আগে, রবিবার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফে বিল প্রত্যাহারের দাবি করা হয়। তাদের দাবি, প্রস্তাবিত বিলটি সংবিধান-বিরোধী এবং মহিলাদের অধিকার এখানে খর্ব করা হয়েছে। বোর্ডের দাবি, বিলের মাধ্যমে মুসলিম পুরুষদের থেকে ডিভোর্সের অধিকার কেড়ে নেওয়ার ‘চক্রান্ত’ করছে সরকার।
প্রসঙ্গত, গত অগাস্ট মাসে ৩-২ ভোটের ব্যবধানে তাৎক্ষণিক তালাকের প্রথাকে অসাংবিধানিক, অবৈধ হিসেবে উল্লেখ করে খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। এরপরই, মুসলিম উইমেন প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ বিল-এর খসড়া তৈরি করে কেন্দ্র। বৃহস্পতিবার যা পেশ হওয়ার কথা সংসদে।