নয়াদিল্লি: সংখ্যাগরিষ্ঠ রায়ে মঙ্গলবার সুপ্রিম কোর্ট তিন তালাক প্রথাকে অবৈধ, বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করেছে। এক নজরে দেখে নেওয়া যাক মামলার ঘটনাপুঞ্জি—


১৬ অক্টোবর, ২০১৫- হিন্দু উত্তরাধিকার সংক্রান্ত একটি মামলার শুনানির সময় সুপ্রিম কোর্টের বেঞ্চ প্রধান বিচারপতিকে বলে, ডিভোর্স মামলায় মুসলিম মহিলারা বৈষম্যের শিকার হচ্ছেন কি না তা খতিয়ে দেখতে একটি যথাযথ বেঞ্চ গঠন করতে।


৫ ফেব্রুয়ারি, ২০১৬- মুসলিমদের তিন তালাক, নিকাহ হালালা ও বহুবিবাহ প্রথার সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে আবেদনের শুনানিতে সহায়তা করতে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগিকে অনুরোধ করে সুপ্রিম কোর্ট।


২৮ মার্চ- মহিলা ও বিবাহ, ডিভোর্স, হেফাজত, সম্পত্তি ও উত্তরাধিকার সহ পারিবারিক আইন সংক্রান্ত কেন্দ্রের উচ্চপর্যায়ের প্যানেলকে রিপোর্ট দাখিল করার নির্দেশ দেয় শীর্ষ আদালত। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ বিভিন্ন সংগঠনকে এই ক্ষেত্রে পার্টি করে সুপ্রিম কোর্ট।


২৯ জুন- সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, সংবিধানের কাঠামোর ওপর ভিত্তি করেই তিন তালাক খতিয়ে দেখা হবে।


৭ অক্টোবর- ভারতীয় সাংবিধানিক ইতিহাসে, প্রথমবার এই প্রথার বিরোধিতা করে কেন্দ্র। লিঙ্গ-সাম্যতা ও ধর্মনিরপেক্ষতার প্রেক্ষাপটে এই ইস্যুর সমাধানের জোর সওয়াল করে কেন্দ্র।


১৪ ফেব্রুয়ারি, ২০১৭- দেশের বিভিন্ন আদালতে চলা তিন তালাক নিয়ে একাধিক মামলাকে একসঙ্গে জোড়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।


১৬ ফেব্রুয়ারি- সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় তিন তালাক, নিকাহ হালালা ও বহুবিবাহ প্রথার শুনানি ও সিদ্ধান্ত নিতে সাংবিধানিক বেঞ্চের গঠন করা হবে।


২৭ মার্চ- অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড জানায়, শীর্ষ আদালত এই আবেদন শুনতে পারে না। কারণ, তা বিচারব্যবস্থার এক্তিয়ারের বাইরে।


৩০ মার্চ- সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, এই ইস্যুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে ভাবাবেগ জড়িত। তাই ১১ মে থেকে এই মামলা শুনানি হবে সাংবিধানিক বেঞ্চে।


১১ মে- মুসলিমদের মধ্যে তিন তালাক প্রথা তাদের ধর্মের মৌলিক অঙ্গ কি না তা খতিয়ে দেখা হবে বলে জানায় সুপ্রিম কোর্ট।


১২ মে- সুপ্রিম কোর্ট জানায়, তিন তালাক প্রথা মুসলিম বিবাহ বিচ্ছেদের সবচেয়ে ‘ঘৃণ্য ও অবাঞ্ছনীয়’ উপায়।


১৫ মে- তিন তালাক প্রথা খারিজ করা হলে মুসলিম সম্প্রদায়ের বিবাহ ও বিচ্ছেদ সংক্রান্ত নতুন আইন আনা হবে বলে সুপ্রিম কোর্টে জানায় কেন্দ্র। শীর্ষ আদালত জানায়, তিন তালাক সংবিধানের ২৫ নম্বর ধারার অত্যাবশ্যক অঙ্গ কি না তা খতিয়ে দেখা হবে।


১৬ মে- তিন তালাক ১,৪০০ বছরের বিশ্বাস। আর বিশ্বাসের বিষয়গুলি সাংবিধানিক বৈধতার মাপকাঠিতে বিচার করা যায় না বলে সুপ্রিম কোর্টে জানায় মুসলিম পার্সোনাল ল বোর্ড। তারা তিন তালাকের সঙ্গে অযোধ্যায় রামচন্দ্রের জন্মানোর তুলনা করে।


১৭ মে- নিকাহনামায় স্বাক্ষর করার সময় মহিলাদের কি তিন তালাক প্রথাকে না বলার বিকল্প দেওয়া যায় কি না তা মুসলিম পার্সোনাল ল বোর্ডের কাছে জানতে চায় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে কেন্দ্র জানায়, তিন তালাক কোনওভাবেই ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গ নয়। না এটা কোনও সংখ্যালঘু বনাম সংখ্যাগরুর বিষয়। এটা হল মুসলিম পুরুষ ও বঞ্চনার শিকার হওয়া মুসলিম মহিলাদের মধ্যে দ্বন্দ্ব।


১৮ মে- তিন তালাক নিয়ে রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট।


২২ মে- সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে মুসলিম পার্সোনাল ল বোর্ড জানায়, নিকাহর সময় মুসলিম পাত্রদের থেকে তিন তালাক না দেওয়ার প্রতিশ্রুতি সম্বলিত মুচলেকা আদায় করতে কাজিদের নির্দেশিকা দেওয়া হয়েছে। তারা এ-ও জানায়, যদি কেউ তিন তালাক দেয়, তাহলে সেই পুরুষকে সামাজিক বয়কটও করা হবে। একইসঙ্গে, বৈবাহিক সমস্যা সমাধানে মধ্যস্থতাকারী নিয়োগ করা হবে বলেও শীর্ষ আদালতে জানায় মুসলিম পার্সোনাল ল বোর্ড।


২২ অগাস্ট- ৩:২ সংখ্যাগরিষ্ঠ রায়ে তিন তালাক প্রথাকে অবৈধ, বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়ে দেয়, এই প্রথা কোরান-পরিপন্থী।