হায়দরাবাদ: সুপ্রিম কোর্টের নির্দেশে তিন তালাক বাতিল হয়ে যাওয়ার পরেও এক ব্যক্তির বিরুদ্ধে ফোন করে তাঁর স্ত্রীকে তিন তালাক দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। ওই ব্যক্তির স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ (এ), ৪২০ সহ পণপ্রথা-বিরোধী বিভিন্ন আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
ওই মহিলার দাবি, বিয়ের আগে তিনি স্বামীকে বিভিন্ন সময়ে মোট দু’লক্ষ টাকা দেন। গত ১৮ অক্টোবর তাঁদের বিয়ে হয়। তিনি বিউটিশিয়ান হিসেবে কাজ করতেন। এ মাসের ১৩ তারিখ তাঁর স্বামী বাড়ির বাইরে চলে যান। এরপর তিনি ফোন করে তিন তালাক দেন। ওই মহিলার আরও অভিযোগ, তাঁর স্বামী আগে অন্য এক মহিলাকে বিয়ে করেছেন। সেই কারণেই তাঁকে তালাক দিয়েছেন।
এক পুলিশ আধিকারিক বলেছেন, অভিযুক্ত ব্যক্তির বাড়ি গোলকোন্ডা অঞ্চলে। তিনি তিন তালাক দেওয়ার পর তাঁর স্ত্রী সেই বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। ওই ব্যক্তিকে জেরা করার প্রক্রিয়া শুরু হয়েছে।
এ বছরের অগাস্টে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, তিন তালাক অসাংবিধানিক ও বেআইনি। কিন্তু তারপরেও তিন তালাকের একাধিক ঘটনা দেখা যাচ্ছে।
Exit Poll 2024
(Source: Poll of Polls)
স্বামী ফোনে তিন তালাক দিয়েছেন, অভিযোগ হায়দরাবাদের মহিলার
Web Desk, ABP Ananda
Updated at:
22 Nov 2017 03:58 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -