আগরতলা: ত্রিপুরা জয়ের আনন্দে উচ্ছ্বসিত বিজেপি সমর্থকরা একটি লেনিনের মূর্তি ভেঙে ফেললেন। অভিযোগ, বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে মূর্তিটি। সিপিএমের অভিযোগ, বিজেপি ও তাদের জোটসঙ্গী আইপিএফটি কর্মীরা এই কাণ্ড ঘটিয়েছেন।


বিজেপি সমর্থকদের পাশে এসে দাঁড়িয়েছেন রাজ্যপাল তথাগত রায়। বলেছেন, আগের সরকার ভুল করলে পরের সরকার তা বদলাতেই পারে।



বিজেপি নেতা রাম মাধবও টুইট করে বলেন, এ রাশিয়া নয়, ত্রিপুরা। চলো পাল্টাই।

সিপিএমের দীর্ঘদিনের শাসনকালে ইতি টেনে ত্রিপুরায় বিপুল জয় পেয়েছে বিজেপি। তারপর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় হিংসা ও ভাঙচুরের খবর আসছে। সিপিএমের অভিযোগ, তাদের কর্মী সমর্থকদের মারধর করছে বিজেপি।

[embed]https://twitter.com/cpimspeak/status/970646830957645825[/embed]

আবার বিজেপির পাল্টা অভিযোগ, তারা শান্তি বজায় রাখার চেষ্টা করছে, অশান্তি ছড়াচ্ছে সিপিএমই।
এই পরিস্থিতিতে দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়া সাবডিভিশনে বুলডোজার দিয়ে কমিউনিস্ট নেতা লেনিনের একটি মূর্তি গতকাল গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। সে সময় নাকি ভারত মাতার জয় স্লোগান দেওয়া হচ্ছিল। ত্রিপুরা পুলিশ জানিয়েছে, গতকাল বিকেল সাড়ে তিনটে নাগাদ বিজেপি সমর্থকরা বুলডোজার দিয়ে রাস্তার মাঝখানে থাকা লেনিন মূর্তিটি ভেঙে দেয়। এ জন্য বুলডোজার চালককে মদ খাওয়ায় তারা। ওই চালককে গ্রেফতার করেছে পুলিশ, বুলডোজারটি সিজ করা হয়েছে।