আগরতলা: ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হওয়ার পর একাধিকবার বিতর্কিত মন্তব্যের জেরে সংবাদের শিরোনামে এসেছেন বিপ্লব কুমার দেব। এবার তিনি বললেন, তরুণরা যদি ফিটনেস চ্যালেঞ্জ গ্রহণ করে তাহলে ত্রিপুরার ছাতি ৫৬ ইঞ্চি হয়ে যাবে। তিনি বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রী রাজ্য বর্ধন সিংহ রাঠৌরের ফিটনেস চ্যালেঞ্জ তরুণরা গ্রহণ করলে তাঁরা স্বাস্থ্যবান হবেন এবং রাজ্যের স্বাস্থ্যও ভালো হবে। তিনি বলেছেন, তরুণদের স্বাস্থ্যবান থাকা উচিত। যদি সমস্ত তরুণই পুশ-আপ করেন, তাহলে তাঁরা স্বাস্থ্যবান হয়ে উঠবেন এবং ত্রিপুরার ছাতি এমনিতেই ৫৬ ইঞ্চি হয়ে যাবে।
বিপ্লব দেব বলেছেন, তিনিও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। তিনি ২০ বার পুশ-আপ করেছেন। তিনি বলেছেন, আমি ২০ বারের বেশি পুশ-আপ করতে পারি। প্রত্যেকদিন সকালে তরুণরা যদি ২০,৩০,৪০ বার পুশ-আপ করেন, তাহলে তাঁর খুবই তরতাজা অনুভব করবেন।
উল্লেখ্য, ২০১৪-র লোকসভা ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বিরোধীদের বিরুদ্ধে অকর্মন্যতার অভিযোগ করে বলেছিলেন, তাঁর ছাতি ৫৬ ইঞ্চি।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে রাজ্যে ক্রীড়া পরিকাঠামো গড়ে তুলতে আরও বেশি আর্থিক সাহায্যের আর্জি জানিয়েছেন। তিনি আরও বলেছেন, ত্রিপুরায় একটি স্পোর্টস কমপ্লেক্স গড়তে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজি হয়েছেন এবং এজন্য ১৭ একর জমি চেয়েছেন। এই কমপ্লেক্সে খেলার প্রয়োজনীয় সমস্ত সুবিধাই থাকবে।