আগরতলায় এক অনুষ্ঠানে বিপ্লব দাবি করেন, মহাভারতের সময় ইন্টারনেট ও উপগ্রহ যোগাযোগব্যবস্থা থাকার ফলেই ধৃতরাষ্ট্রের কাছে কুরুক্ষেত্র যুদ্ধের বর্ণনা দিতে পেরেছিলেন সঞ্জয়। ভারতের প্রযুক্তি সেই সময় উন্নত ছিল। বিপ্লবের এই মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসি-ঠাট্টা শুরু হয়। যদিও ত্রিপুরার মুখ্যমন্ত্রী নিজের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলেছেন, ‘আমাদের দেশের একটি ছোট অংশের মানুষ ভারতের মর্যাদাহানি করতে মরিয়া। জাতীয়তাবোধ না থাকার ফলেই তারা এই ধরনের আচরণ করে। আমার মনে হয়, সংকীর্ণ মানসিকতার লোকজনই আমার মন্তব্যের গবীরতা বোঝার চেষ্টা না করে বিতর্ক তৈরি করছে। তবে আমি নিজের বিশ্বাসে অটল। বিজ্ঞানীরা মহাভারত নিয়ে গবেষণা করতে পারেন।’ মহাভারতের যুগেও ইন্টারনেট: জাতীয়তাবোধ নেই, সমালোচকদের পাল্টা বিপ্লব দেব, পাশে তথাগত
Web Desk, ABP Ananda | 19 Apr 2018 04:26 PM (IST)
আগরতলা: মহাভারতের যুগে ইন্টারনেট ও উপগ্রহ যোগাযোগ ছিল বলে যে মন্তব্য করেছিলেন, তাতে অনড় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তাঁর দাবি, যাঁরা এই মন্তব্যের সমালোচনা করছেন, তাঁদের জাতীয়তাবোধ নেই। ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়ও বিপ্লবের পাশে দাঁড়িয়েছেন। তাঁর মন্তব্য, অতীতে নিশ্চয়ই এমন কোনও প্রযুক্তি ছিল যার ফলে আজকের অত্যাধুনিক প্রযুক্তি দেখা যাচ্ছে।