আগরতলা: নগদ ১৫২০ টাকা, রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের অ্যাকাউন্টে ২৪১০ টাকা-সব মিলিয়ে তাঁর কাছে ৩৯৩০ টাকা আছে বলে নির্বাচন কমিশনে পেশ করা হলফনামায় জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। তাঁর আর কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। কখনও ইনকাম ট্যাক্স রিটার্নও জমা দেননি তিনি। বামশাসিত রাজ্যে সামনেই বিধানসভা ভোট। মানিকবাবু পঞ্চমবার সরকার গড়ার প্রতিদ্বন্দ্বিতায় নেমে মনোনয়ন পত্র পেশ করেন। তিনি পুরো বেতনের টাকাটাই পার্টি ফান্ডে দিয়ে দেন, পরিবর্তে পার্টি তাঁকে ভাতা দেয় ৫ হাজার টাকা।
ধানপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হওয়া মানিকবাবুর কোনও চাষজমি বা নিজস্ব আবাসন-জমি নেই। তিনি থাকেন মুখ্যমন্ত্রীর জন্য বরাদ্দ বাসভবনে। তাঁর স্ত্রী পাঞ্চালি ভট্টাচার্যের কাছে আছে নগদ ২০১৪০ টাকা। তিনি অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী। দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে যথাক্রমে ১,২৪,১০১ টাকা ও ৮৬,৪৭৩ টাকা।
২০ গ্রামে সোনাদানার পাশাপাশি ২, ৫ ও ২.২৫ লক্ষ
টাকার তিনটি ফিক্সড ডিপোজিটও আছে তাঁর। উত্তরাধিকার সূত্রে একটি ৮৮৮.৩৫ বর্গফুট জমিও আছে তাঁর। ২০১১-১২ বর্ষে তিনি শেষ আয়কর রিটার্ন দাখিল করেছিলেন।
আছে মোট ৩৯৩০ টাকা, কখনও আয়কর রিটার্ন দাখিল করেননি, হলফনামায় জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার
Web Desk, ABP Ananda
Updated at:
31 Jan 2018 03:51 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -