বেঙ্গালুরু: সারদা, নারদা ও রোজভ্যালি দুর্নীতিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের নাম টেনে এনেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর এই অভিযোগ নিয়ে ক্ষুব্ধ মানিক সরকার। তিনি বলেছেন, নিজের 'পিঠ বাঁচাতেই' এমন অভিযোগ করছেন মমতা। এটা 'রাজনৈতিক সংকীর্ণতা' ছাড়া অন্য কিছু নয়।
উল্লেখ্য, রোজভ্যালি মামলায় দলের দুই সাংসদ গ্রেফতার হওয়ার পর মমতা অভিযোগ করেছিলেন যে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও সমাজ কল্যাণমন্ত্রী বিজিতা নাথও বেশ কিছু চিটফান্ডের সঙ্গে যুক্ত। কিন্তু তাঁদের বিরুদ্ধে সিবিআই কোনও ব্যবস্থা নিচ্ছে না।
এই প্রসঙ্গে মানিক সরকারের দাবি, ‘নিজের পিঠ বাঁচাতেই মমতা এ সব অভিযোগ করছেন। আমি খোলা বই ও শ্লেটের মতো। এটা রাজনীতি ছাড়া অন্য কিছু নয়, এটা রাজনৈতিক সংকীর্ণতা। মমতার সঙ্গে আমার তুলনা টানা উচিত নয়’।
জাতীয় রাজনীতি প্রসঙ্গে ত্রিপুরার বাম সরকারের মুখ্যমন্ত্রী বলেছেন, নরেন্দ্র মোদী জমানায় গত তিন বছরে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করে দেওয়া হয়েছে। বিশেষ করে, যোজনা কমিশন তুলে দেওয়ার পর এই প্রবণতার বাড়বাড়ন্ত দেখা দিয়েছে। তাঁর কথায়, সম্পূর্ণ একদলীয় প্রথা চলছে। এটা কর্তৃত্ববাদী প্রবণতা।
সারদা, রোজভ্যালি থেকে পিঠ বাঁচাতেই আমার নামে অভিযোগ, মমতাকে তোপ মানিকের
ABP Ananda, web desk
Updated at:
17 Jan 2017 06:18 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -