নয়াদিল্লি: ত্রিপুরা, নাগাল্যান্ডের ফলে খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দফায় দফায় ট্যুইট করে ভোটারদের অভিনন্দন, ধন্যবাদ জানালেন। দুই রাজ্যেই বিজেপির ক্ষমতা দখল নিশ্চিত প্রায়। উত্তরপূর্বের ফল দেখাল, মানুষ এখন এনডিএ-র উন্নয়নের এজেন্ডায় ভরসা রাখছেন, তাঁরা নেতিবাচক, সংযোগহীন রাজনীতি প্রত্যাখ্যান করছেন।
ত্রিপুরায় দলের ঐতিহাসিক জয় তাঁদের 'আদর্শগত সাফল্য' বলেও অভিমত জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বারবার, একের পর এক নির্বাচন দেখিয়ে দিচ্ছে, ভারতের মানুষ এনডিএ-র ইতিবাচক, উন্নয়নমুখী কর্মসূচির ওপর আস্থা রাখছেন। নেতিবাচক, ধ্বংসাত্মক, তাঁদের সঙ্গে সম্পর্ক নেই, এমন কোনও ধরনের রাজনীতিকেই বিন্দুমাত্র সময়, গুরুত্ব দিতে নারাজ তাঁরা।







তিনি আরও বলেছেন, নৃশংস শক্তি, তাদের ভীতি প্রদর্শনের বিরুদ্ধে এটা গণতন্ত্রের জয়। আতঙ্ককে হারিয়ে আজ জয় হল শান্তি, অহিংসার। আমরা ত্রিপুরাকে সেই সুশাসন দেব, যা তার চাহিদা।




আরেকটি ট্যুইটে তিনি বলেন, শূন্য থেকে শিখরে এই আরোহন সম্ভব হয়েছে জোরদার উন্নয়নের এজেন্ডা ও আমাদের সাংগঠনিক শক্তির সুবাদে। বছরের পর বছর ধরে একেবারে তৃণমূল স্তরে নিরলস পরিশ্রম করে যাওয়া প্রতিটি বিজেপি কর্মকর্তার প্রতি শ্রদ্ধায় মাথা নত করছি আমি।




তিনি নাগাল্যান্ডের মানুষকে বার্তা দিয়ে বলেন, নাগাল্যান্ডের ভাই ও বোনদের আমি আশ্বস্ত করছি, আমরা নাগাল্যান্ডের সমৃদ্ধি, বিকাশের জন্য কাজ চালিয়ে যাবে। স্থানীয় বিজেপি নেতা, কর্মীদের নিরলস পরিশ্রমের প্রশংসা করছি।




পাশাপাশি মেঘালয়ের উন্নয়নও তাঁর সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হবে বলে জানান মোদী।