বেঙ্গালুরু: ত্রিপুরার ভোটে বিপুল জয়ের পর বিজেপি নেতারা ইতিমধ্যেই ‘হুঙ্কার’ দিতে শুরু করেছেন যে, এবার কর্নাটকের পালা। অর্থাৎ, ত্রিপুরায় যেমন বামশাসিত সরকারকে চ্যূত করে সেখানে ঝান্ডা উড়িয়েছে গেরুয়া শিবির, তেমনই কর্নাটকের আসন্ন বিধানসভা নির্বাচনেও কংগ্রেস-শাসিত সরকারকে উৎখাত করে সেখানেও ক্ষমতা দখল করবে তারা। অন্তত এমনটাই দাবি বিজেপির।


https://twitter.com/siddaramaiah/status/970236203739033600

যদিও, কর্নাটকের বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া কিন্তু, বিজেপির এই সব ‘হুঙ্কার’-কে গুরুত্ব দিতে নারাজ। তাঁর পাল্টা দাবি, সেখানে কোনও মোদী-হাওয়া নেই। মুখ্যমন্ত্রীর কটাক্ষ, বিজেপির উচিত ইয়েদুরাপ্পাকে নিয়ে ভাবা।


সিদ্দারামাইয়া যোগ করেন, যে ব্যক্তি নিজে অবৈধ জমি বণ্টন মামলায় জেল খেটেছেন এবং ‘খনি-কেলেঙ্কারির হোতা’ ছিলেন, তিনি কী করে স্থিতিশীল ও দুর্নীতিমুক্ত সরকার গঠনের জন্য ভোটারদের উদ্বুদ্ধ করবেন, সেটাই দেখার।


https://twitter.com/siddaramaiah/status/970236389433495552

কর্নাটকের মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন, ত্রিপুরা নির্বাচনের ফলাফল বের হতেই দেখা যাচ্ছে কর্নাটকের সম্ভাবনা নিয়ে সংবাদমাধ্যমে একটা উচ্ছ্বাসা তৈরি হয়েছে। ২০১৪ লোকসভা নির্বাচনের পর ৫০টি লোকসভা আসনের অন্তর্গত বিধানসভা খুইয়েছে বিজেপি। জিতেছে মাত্র ২টি লোকসভা আসন। ফলত, সত্যিটা অবহেলা করলে চলবে না। এখানে কোনও মোদী হাওয়া নেই।