নয়াদিল্লি: ত্রিপুরায় বাম দূর্গে ধস। এবারের বিধানসভা নির্বাচনে গৈরিক ঝড়ে ভর করে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। ভোট গণনায় যে চিত্র উঠে এসেছে, তাতে স্পষ্ট যে ৪০-র বেশি আসন নিয়ে ত্রিপুরায় সরকার গড়তে চলেছে বিজেপি জোট। বিজেপির নেতারা এই জয়ের কৃতিত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দলের সভাপতি অমিত শাহকে।
বিজেপির এই জয়ের পর প্রশ্ন, মুখ্যমন্ত্রী হবেন কে? সূত্রের খবর, এক্ষেত্রে এগিয়ে রয়েছেন দলের রাজ্য সভাপতি বিপ্লব দেব। বিজেপির ভোট রণনীতি তৈরির ক্ষেত্রে যে তিনমূর্তির মস্তিষ্ক ছিল, তাঁদের মধ্যে একজন বিপ্লব দেব। বাকি দুজন হেমন্ত বিশ্বশর্মা, সুনীল দেওধর।
৪৫ বছরের বিপ্লব দেবের জন্ম দক্ষিণ ত্রিপুরার উয়দপুর মহকুমায়। দিল্লিতে পড়াশোনা তাঁর। জীবনের একটা বড় অংশ তিনি কাটিয়েছেন নাগপুরে আরএসএসের কার্যালয়ে। এবারই প্রথম বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
যদিও বিপ্লব দেবের নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বিজেপি। দলের সাধারণ সম্পাদক রাম মাধব জানিয়েছেন, আজ সন্ধেয় বিজেপির সংসদীয় পর্ষদের বৈঠকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিজেপির সংসদীয় পর্ষদে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, অর্থমন্ত্রী অরুণ জেটলি, পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ি সহ দলের অন্যান্য শীর্ষ নেতারা।