হায়দরাবাদ: তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (টিআরএস) সরকার তেলঙ্গানার মুসলিমদের মধ্যে পিছিয়ে থাকা অংশের জন্য ১২ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করতে বিল পেশের সিদ্ধান্ত নেওয়ায় তীব্র প্রতিক্রিয়া দিল বিজেপি। এটা ভোট ব্য়াঙ্কের রাজনীতি বলে  কটাক্ষ করলেন তেলঙ্গানা বিজেপির সভাপতি কে লক্ষ্মণ। তিনি জানিয়ে দেন, এভাবে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ সংবিধানের পরিপন্থী। বিজেপি আগাপাশতলা এর বিরোধিতা করবে।

সম্প্রতি শেষ হওয়া বিধান পরিষদের অধিবেশনে তেলঙ্গানার ক্ষমতাসীন টিআরএস সরকার জানিয়েছে, মুসলিমদের মধ্যে পশ্চাত্পদ অংশকে সংরক্ষণের সুবিধা দিতে বাজেট অধিবেশনেই বিল আনা হবে।

বিজেপির বিরোধিতার মুখেও অবশ্য অনড় মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।  তাঁর দাবি, এটা আদৌ ধর্মের ভিত্তিতে সংরক্ষণ নয়। মুসলিমদের মধ্যে যারা একেবারেই পিছিয়ে রয়েছে, শুধু তারাই পাবে সংরক্ষণ।