জয়পুর: ফের গোরক্ষকদের তাণ্ডব দেখা গেল রাজস্থানে। ভিলওয়াড়া জেলায় গবাদি পশু বহনকারী একটি ট্রাকে আগুন ধরিয়ে দিলেন গোরক্ষকরা। ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ট্রাকের মালিক। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভোরে মণ্ডলগড় শহরের রাস্তায় ৬টি গবাদি পশু সহ ট্রাকটিকে দেখতে পান স্থানীয় দুই বাসিন্দা। তাঁরা ট্রাকটি থামিয়ে চালককে জিজ্ঞাসাবাদ শুরু করেন। ট্রাক মালিকের অভিযোগ, গোরক্ষকদের সন্দেহ হয়, গবাদি পশুগুলিকে কসাইখানায় নিয়ে যাওয়া হচ্ছে। সেই কারণে তাঁরা চালকের সঙ্গে দুর্ব্যবহার করেন। এরপর অন্য লোকজনকে ডাকতে যান ওই দুই ব্যক্তি। ততক্ষণে হামলার আশঙ্কায় ট্রাক নিয়ে পালাতে যান চালক। কিন্তু একটি সরু রাস্তায় আটকে যায় ট্রাকটি। এরপর গবাদি পশুগুলিকে নামিয়ে ট্রাকে আগুন ধরিয়ে দেন গোরক্ষকরা।