নয়াদিল্লি:পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন প্রাক্তন মার্কিন সেনেটর ল্যারি প্রেসলার। তিনি বলেছেন, আমেরিকা পাকিস্তানকে সন্ত্রাসবাদী দেশ ঘোষণা করতে পারে। তিনি বলেছেন, সন্ত্রাসবাদ দমনে পাকিস্তান কার্যকরী ব্যবস্থা না নিলে আমেরিকা এই ঘোষণা করতে পারে। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কিন্তু এ বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়ে রেখেছে। প্রশাসনের কথায় মনে হচ্ছে, তারা এই ঘোষণার খুব কাছাকাছি চলে এসেছে।
ট্রাম্প প্রশাসন পাকিস্তানের বিরুদ্ধে এ ধরনের কড়া পদক্ষেপ নেবে বলেই তিনি আশা প্রকাশ করেছেন।
উল্লখ্য, ১৯৯০-এ প্রেসলার পারমাণবিক বিস্ফোরণ সংক্রান্ত সামগ্রী থাকলে পাকিস্তানকে আর্থিক ও সামরিক সাহায্য নিষিদ্ধ করা সংক্রান্ত সংশোধনীর পক্ষে সওয়াল করেছিলেন।
প্রেসলারের দাবি, ভারত-মার্কিন অসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি আদতে একটি ‘অস্ত্র চুক্তি’। কিন্তু দ্বিপাক্ষিক অংশীদারিত্বে গুরুত্ব দিতে হবে কৃষি, প্রযুক্তি ও স্বাস্থ্যের মতো বিষয়গুলিকে।
প্রেসলার একটা সময় মার্কিন সেনেটেক আর্মস কন্ট্রোল সাব কমিটির চেয়ারম্যান ছিলেন।
তিনি বলেছেন, ‘পারমাণবিক শক্তিকে শান্তিপূর্ণ কাজেই ব্যবহার করা উচিত। কিন্তু এখনও পর্যন্ত সম্ভবত এটি (ভারত-মার্কিন অসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি) একটি অস্ত্র চুক্তি। মনে হচ্ছে, এই নয়া চুক্তি ভারতকে বড় ধরনের অস্ত্র বিক্রয়’।
‘আনভেলিং নেবার্স ইন আর্মস’ শীর্ষক নিজের লেখা গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেছেন প্রেসলার।
উল্লেখ্য, ২০০৮-এ এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে পারমাণবিক ও মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতের দীর্ঘদিনের বিচ্ছিন্নতার অবসান ঘটে। ভারতের পারমাণবিক শক্তি উত্পাদনের ক্ষেত্রে সহায়ক হয়েছে।
প্রেসলারের দাবি, তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নয়াদিল্লি সফর ‘মূলত ছিল অস্ত্র বিক্রয়ের সফর’।
সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণা করতে পারে ট্রাম্প প্রশাসন, বললেন প্রাক্তন মার্কিন সেনেটর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Sep 2017 01:44 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -