মুম্বই: গত মাসে চেষ্টা করেও ঢুকতে পারেননি। আজ ভোর ছটা নাগাদ কড়া নিরাপত্তার মধ্যে অবশেষে বিখ্যাত হাজি আলি দরগায় প্রবেশ করলেন নারী অধিকার কর্মী তৃপ্তি দেশাই ও তাঁর সহকর্মীরা। বেশ কয়েকজন পুলিশকর্মীও ছিলেন তাঁদের সঙ্গে। দরগায় প্রার্থনাও করেন তাঁরা। যদিও যেখানে মহিলাদের প্রবেশাধিকার নেই, সেই হাজি আলির গর্ভগৃহে তাঁরা প্রবেশ করেননি। পরে তৃপ্তি জানান, গর্ভগৃহে মহিলাদের প্রবেশাধিকার চেয়ে প্রার্থনা করেছেন তিনি।
২৮ এপ্রিল হাজি আলি দরগায় ঢোকার চেষ্টা করেন তৃপ্তি ও তাঁর ভূমাতা ব্রিগেড। কিন্তু স্থানীয় বাসিন্দাদের প্রবল প্রতিরোধের মুখে ফিরে যেতে বাধ্য হন তাঁরা। তখন তাঁরা অভিযোগ করেছিলেন, পুলিশি ব্যর্থতার জেরেই অভিযান সফল হল না তাঁদের। এবার অবশ্য তৃপ্তি জানিয়ে দেন, তাঁকে গ্রেফতার করা হলেও ওই দরগায় তিনি ঢুকবেনই।

তৃপ্তি দেশাই হাজি আলি দরগায় ঢুকতে চাওয়ায় স্থানীয় এক মুসলিম নেতা হুঁশিয়ারি দেন, ওই চেষ্টা করলে তাঁর মুখে কালি মাখানো হবে। আর এক শিবসেনা নেতা তো চপ্পল দিয়ে পেটানোরও হুমকি দিয়েছিলেন। কিন্তু এর আগে বিখ্যাত শনি শিঙ্গনাপুর মন্দিরে সফলভাবে প্রবেশ করেছেন তৃপ্তি। এবার সেই তালিকায় হাজি আলিও জুড়ে গেল।