নয়াদিল্লি: ইন্দোনেশিয়ায় ড্রাগ পাচার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক ভারতীয় নাগরিককে বাঁচাতে উঠে পড়ে লেগেছে বিদেশ মন্ত্রক। গুরদীপ সিংহ নামে ৪৮ বছরের ওই ভারতীয়র মৃত্যুদণ্ড বৃহস্পতিবারই কার্যকর হওয়ার কথা। তার আগে তাঁকে বাঁচাতে বিদেশ মন্ত্রক সবরকম চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ। ইন্দোনেশীয় আধিকারিকদের বক্তব্য, ওই ব্যক্তি তাঁদের দেশে ড্রাগ স্মাগলিংয়ের চেষ্টা করছিলেন, তাই তাঁর প্রাণদণ্ড হওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইন্দোনেশিয়ার ট্যাংগেরাং বানতেন প্রদেশের কোনও জেলা আদালত এই সাজা দিয়েছে তাঁকে।
টুইটারে সুষমা জানিয়েছেন, ওই ব্যক্তিকে বাঁচানোর জন্য চেষ্টার কসুর করছে না বিদেশমন্ত্রক।
পঞ্জাবের জলন্ধরের বাসিন্দা গুরদীপ ছাড়া আরও ১৩জন ইন্দোনেশিয়ায় মৃত্যুদণ্ড পেয়েছেন। মানবাধিকার সংস্থাগুলো ইন্দোনেশীয় প্রশাসনের এই সিদ্ধান্তের কড়া নিন্দা করেছে।