হায়দরাবাদ: এবার স্কুলে ছেলেমেয়েদের উপস্থিতি সামলাতেও হাজির আধার নম্বর। তেলঙ্গানা স্টেট টেকনোলজি সার্ভিসেস বা টিএসটিএস নামে রাজ্য সরকারি একটি সংস্থা এমনই এক প্রযুক্তি বার করেছে যার মাধ্যমে স্কুল ও অন্যান্য জায়গায় উপস্থিতির বিষয়টি ঠিকমত নজরে রাখা যাবে।
সোয়াইপিং মেশিনের মত একটি যন্ত্র স্কুল, অফিস কাছারিতে বসানো হয়েছে, তাতে রেকর্ড হচ্ছে ৪ সংখ্যার আধার নম্বর ও বায়োমেট্রিক তথ্য। এই যন্ত্রগুলিতে ইন্টারনেট সংযোগ আছে। একবার ওই ৪ সংখ্যার আধার নম্বর ও বায়োমেট্রিক তথ্য রেকর্ড হয়ে গেলে মেশিন সার্ভারের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, ৪ সেকেন্ডেরও কম সময়ে কার্ড পাঞ্চিংয়ের ব্যাপারে প্রতিক্রিয়া চলে আসছে।
হাজিরা সংক্রান্ত তথ্য দেখতে পারবেন স্কুল বা প্রতিষ্ঠানের প্রধান যেমন প্রধান শিক্ষক বা শিক্ষিকা, জেলা স্তরের শিক্ষা আধিকারিক ও হায়দরাবাদের শিক্ষা বিভাগের প্রধান। প্রতি মিনিটে বোঝা যাবে, কতজন ঠিকমত হাজিরা দিচ্ছেন।
রাজ্যের ১০,০০০ স্কুলে এই প্রযুক্তি চালু করতে চায় শিক্ষা বিভাগ।
স্কুলের হাজিরাতেও এবার আধার নম্বর, আনল তেলঙ্গানা সরকার
ABP Ananda, Web Desk
Updated at:
03 Jun 2018 04:07 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -