হায়দরাবাদ: এবার স্কুলে ছেলেমেয়েদের উপস্থিতি সামলাতেও হাজির আধার নম্বর। তেলঙ্গানা স্টেট টেকনোলজি সার্ভিসেস বা টিএসটিএস নামে রাজ্য সরকারি একটি সংস্থা এমনই এক প্রযুক্তি বার করেছে যার মাধ্যমে স্কুল ও অন্যান্য জায়গায় উপস্থিতির বিষয়টি ঠিকমত নজরে রাখা যাবে।

সোয়াইপিং মেশিনের মত একটি যন্ত্র স্কুল, অফিস কাছারিতে বসানো হয়েছে, তাতে রেকর্ড হচ্ছে ৪ সংখ্যার আধার নম্বর ও বায়োমেট্রিক তথ্য। এই যন্ত্রগুলিতে ইন্টারনেট সংযোগ আছে। একবার ওই ৪ সংখ্যার আধার নম্বর ও বায়োমেট্রিক তথ্য রেকর্ড হয়ে গেলে মেশিন সার্ভারের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, ৪ সেকেন্ডেরও কম সময়ে কার্ড পাঞ্চিংয়ের ব্যাপারে প্রতিক্রিয়া চলে আসছে।

হাজিরা সংক্রান্ত তথ্য দেখতে পারবেন স্কুল বা প্রতিষ্ঠানের প্রধান যেমন প্রধান শিক্ষক বা শিক্ষিকা, জেলা স্তরের শিক্ষা আধিকারিক ও হায়দরাবাদের শিক্ষা বিভাগের প্রধান। প্রতি মিনিটে বোঝা যাবে, কতজন ঠিকমত হাজিরা দিচ্ছেন।

রাজ্যের ১০,০০০ স্কুলে এই প্রযুক্তি চালু করতে চায় শিক্ষা বিভাগ।