তামিলনাড়ু: যাত্রাপথে রেলের শৌচাগার ব্যবহারের সময় হেনস্থার শিকার কলেজ পড়ুয়া। লুকিয়ে মোবাইল ফোনে ভিডিও তোলার অভিযোগে গ্রেফতার টিকিট পরীক্ষক!

অভিযোগকারিণী কোয়েম্বাটুরের একটি বেসরকারি ইঞ্জিরিয়ানিং কলেজ পড়ুয়া। চেন্নাইয়ের পথে যাচ্ছিলেন তিনি। অভিযোগ, পথেই রেলের শৌচাগার ব্যবহার করতে যান তিনি। সূত্রের খবর,  সেখানেই তিনি দেখেন, জানলা দিয়ে মোবাইল ক্যামেরা বাড়িয়ে তাঁর ছবি তোমার চেষ্টা করছে কেউ। ভয় পেতে তখনই চিৎকার করে শৌচাগার থেকে বেরিয়ে আসেন তরুণী। এরপর ট্রেনের সবাইকে সবাইকে ঘটনার কথা জানান তিনি।

ঘটনায় পদক্ষেপ নেয় রেল পুলিশ। তল্লাশই করে বছর ২৬-এর এক টিকিট পরীক্ষককে গ্রেফতার করা হয়। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪সি, ৩৫৪ডি, তামিলনাড়ুর নারী নিগ্রহ আইনের সেকশন ৪, সেকশন ৬৬বি ও ৬৭ ধারার অধীনে গ্রেফতার করা হয়েছে ওই টিকিট পরীক্ষককে। জানা গেছে,  অভিযুক্ত টিকিট পরীক্ষকের নাম এস মেগানাথন সুরমঙ্গলম শহরের বাসিন্দা।

ওই যুবক ট্রেনের পাদানিতে দাঁড়িতে হাত বাড়িয়ে শৌচাগারের জানলা দিয়ে ভিডিও রেকর্ডিং করছিল বলে অভিযোগ। তার মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে। পরের স্টেশনেই ওই টিকিট পরীক্ষককে হেফাজতে নেয় রেল পুলিশ।