সিমলা: গ্রামের শ্মশানে পরিবারের সদস্যকে দাহ করতে বাধা পেয়ে জঙ্গলে পোড়াতে বাধ্য হল এক দলিত পরিবার! হিমাচল প্রদেশের কুলু জেলার ফোজাল উপত্যকার ওই গ্রামের উচ্চবর্ণের সদস্যরা পরিবারটিকে শ্মশান ব্যবহার করতে দেয়নি বলে অভিযোগ।
গত বৃহস্পতিবার দীর্ঘ রোগভোগের পর মারা যান ধারা গ্রামের বাসিন্দা প্রায় ১০০ বছর বয়সের এক মহিলা। তাঁর নাতি তাপে রামের অভিযোগ, ঠাকুমার মরদেহ নিয়ে শোকযাত্রা করে গ্রামের শ্মশানে যাওয়ার পর তাঁদের কয়েকজন উচ্চবর্ণের লোকজন সেখানে দাহ করতে বারণ করে।
ঘটনার একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়েছে, যাতে তাপে রামকে বিবৃতি রেকর্ড করতে দেখা যাচ্ছে, পাশে ঠাকুমাকে দাহ করা হচ্ছে।
তাপে রাম বলছেন, ওরা বলল, দেবতা ক্রুদ্ধ হলে যদি খারাপ কিছু ঘটে যায়, তার দায় আমাদের নিতে হবে। তাই আমরা মরদেহ নিকটবর্তী নালায় নিয়ে গিয়ে শেষকৃত্য সম্পন্ন করি।
এদিকে কুলুর ডেপুটি কমিশনার ইউনুসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে মানালির এসডিএম ও ডিএসপিকে। আমরা ভাইরাল হওয়া ভিডিওর লোকটির পরিচয় জানার চেষ্টা করছি। গ্রামবাসীদের সঙ্গে ঘটনার সত্যতা যাচাই করার জন্য কথা বলছি। তিনি এও বলেন, এখনও পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করতে এগিয়ে আসেননি। ঠিক কী ঘটেছে, জানার প্রয়াস চলছে। এধরনের ব্যাপারে আমি অত্যন্ত কঠোর। সুনির্দিষ্ট কোনও তথ্য এলে ঘটনায় দোষী কাউকে ছাড়ব না।