নয়াদিল্লি: চিন-সীমান্ত লাগোয়া তুতিং বিতর্কের সমাধান হয়ে গিয়েছে বলে জানালেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। সোমবার সেনাপ্রধান জানান, দুদিন আগে অরুণাচল প্রদেশে ভারত ও চিনা সেনার মধ্যে একটি বর্ডার পার্সোনেল মিটিং (বিপিএম) হয়। সেখানেই, বিষয়টির মীমাংসা হয়।
কেন্দ্রীয় সূত্রের খবর, অরুণাচলের তুতিংয়ে ভারতীয় ভূখণ্ডের প্রায় এক কিলোমিটার ভেতর ঢুকে পড়ে চিনা সড়ক নির্মাণকারী দল। ভারতের দিকে তারা একটি ট্র্যাক তৈরি করার চেষ্টা করছিল। কিন্তু, ভারতীয় জওয়ানরা প্রতিরোধ গড়ে তাদের হঠিয়ে দেয়। খননকার্য চালানোর মেশিন সহ বহু যন্ত্রপাতি ফেলে যায় তারা।
প্রসঙ্গত, চার মাস আগে, সিকিম সেক্টরের ডোকালামে দুই দেশের সেনার মধ্যে সরাসরি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রায় ৭৩-দিন ধরে চলার পর অবশেষে ওই ঘটনার মীমাংসা হয়। এপ্রসঙ্গে সেনাপ্রধান জানান, ডোকালামে চিনা সেনার উপস্থিতি অনেকটাই কমেছে।