সম্প্রতি মুসৌরির লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশানাল অ্যাকাডমি অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে ফিরেছেন তিনি। আপাতত কুরিছিয়া ট্রাইবাল কলোনি ইদিয়ামভয়ালে ২ সপ্তাহের কোয়ারেন্টিনে রয়েছেন বছর ২৬-এর শ্রীধন্যা।
সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা শ্রীধন্যার এই সাফল্যে। ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। দেখুন সেইসব ট্যুইট
সূত্রের খবর, প্রাক্তন জেলা কালেক্টর সম্ভূশিবা রাও-এর জায়গায় বসতে চলেছেন শ্রীধন্যা।