নয়াদিল্লি: বৃহস্পতিবার সন্ধেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ডিসপ্লে পিকচার (ডিপি) আচমকা সরিয়ে নেয় ট্যুইটার। তবে, কিছুক্ষণের মধ্যেই তা পুনর্বহাল করে দেওয়া হয়।


সূত্রের খবর, কেউ একজন অমিত শাহর ট্যুইটার হ্যান্ডলের ডিপি-তে কপিরাইট দাবি করে বসেন। এই অভিযোগ পাওয়ার পরই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীর ছবিটি সরিয়ে দেওয়া হয়।


তবে, ট্যুইটারের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠলে কিছুক্ষণের মধ্যেই ভুল বুঝতে পেরে ফের ছবিটি স্বস্থানে পুনর্বহাল করে দেওয়া হয় মাইক্রো ব্লগিং সাইটের তরফে।





ট্যুইচটারের তরফে বলা হয়, কেউ একজন ওই ছবির ওপর কপিরাইট দাবি করে বসেন। যে কারণে, ছবিটি সরিয়ে দেওয়া হয়। ওই সময় অমিত শাহর ডিপি-র জায়গায় "মিডিয়া নট ডিসপ্লেইড" লেখা ছিল।


মাইক্রো ব্লগিং সাইটের মুখপাত্র এক বিবৃতি পেশ করে বলেন, গ্লোবাল কপিরাইট নীতি অনুযায়ী অ্যাকাউন্টটি লকড করে দেওয়া হয়েছিল। কিন্তু, শীঘ্রই সিন্ধান্ত পাল্টে ছবি ঠঢিক করে দেওয়া হয়।


সংস্থার তরফে বলা হয়, এক অনিচ্ছাকৃত ভুলের গ্লোবাল কপিরাইট পলিসির কারণে সাময়িকভাবে গতকাল রাতে অ্যাকাউন্টটি লক করে দেওয়া হয়েছিল। কিন্তু, দ্রুতই সেই সিদ্ধান্ত বদল করে তা ঠিক করে দেওয়া হয়। তিনি জানান, অমিত শাহর অ্যাকাউন্টটি এখন পুরোদমে চালু।


সোশ্যাল মিডিয়ায় ভীষণই জনপ্রিয় অমিত শাহ। ফলোয়ার সংখ্যার বিচারে দেশের নেতাদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরই রয়েছে তাঁর নাম। মাইক্রো ব্লগিং সাইটে তাঁকে ফলো করেন ২.৩৬ কোটি মানুষ।