শ্রীনগর: সীমান্তে নিয়ন্ত্রণ রেখার কাছে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। সোমবার সন্ধেয় সুন্দারবনি সেক্টরে পাকিস্তানের সঙ্গে গুলি বিনিময়ের সময় মৃত্যু হয় দুই ভারতীয় সেনা জওয়ানের।
সোমবার বিকেল পাঁচটা বেজে পনেরো মিনিট নাগাদ সীমান্তের এপ্রান্ত থেকে কোনও রকম প্ররোচনা ছাড়া পাক জওয়ানরা ছোট অস্ত্র নিয়ে আক্রমণ চালায়। এর পাল্টা কড়া জবাবও দেয় ভারতীয় সেনা। গোলাগুলির মধ্যে পড়ে গুরুতর জখম হন রাইফেলম্যান বিনোদ সিংহ এবং জাকি শর্মা। পরে তাঁদের মৃত্যু হয়।
রাইফেলম্যান বিনোদ সিংহ জম্মুর আখনুর জেলার জুরিয়ানের দানাপুর গ্রামের বাসিন্দা। বাড়িতে তাঁর বৃদ্ধ বাবা রয়েছেন। রাইফেম্যান জাকি শর্মা হিরানগর তেহসিলের কাঠুয়া জেলার সনহালি গ্রামের বাসিন্দা। জাকির বাড়িতে তাঁর সদ্য বিবাহিত স্ত্রী রয়েছেন।
নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, মৃত্যু দুই সেনা জওয়ানের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Apr 2018 09:57 AM (IST)
ফাইল চিত্র
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -