জম্মু ও শ্রীনগর: ফের জম্মু ও কাশ্মীরে সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ করল পাকিস্তান। পাক গোলাগুলিতে নিহত সেনার ২ জওয়ান। আহত আরও ১ জওয়ান। অন্যদিকে, ভারতীয় ফৌজের সঙ্গে গুলির লড়াইয়ে খতম ২ জঙ্গি।


মঙ্গলবার বিনা প্ররোচনায় সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ করে পাক সেনা। এদিন সকাল থেকেই নিয়ন্ত্রণরেখা বরাবর রাজৌরি, পুঞ্চে ও কুপওয়ারায় ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি ও মর্টার বর্ষণ করে পাক রেঞ্জার্স। পাল্টা জবাব দিয়েছে ভারতও।


সেনার তরফে জানানো হয়েছে, এদিন দুপুর পৌনে দুটো নাগাদ রাজৌরির নৌশেরায় ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে মর্টার বর্ষণ শুরু করে। সেখানেই মারা যান সেনাবাহিনীর সেপাই যশপ্রীত সিংহ। পঞ্জাবের মোগা জেলার তালবান্দি গ্রামের বাসিন্দা ছিলেন যশপ্রীত।


এর আগে, ভোর পৌনে সাতটা নাগাদ ছোট অস্ত্র, স্বয়ংক্রিয় অস্ত্র ও মর্টার দিয়ে রাজৌরির ভিম্বর গলি ও পুঞ্চে হামলা চালাতে শুরু করে পাক সেনা। সেখানে এক জওয়ান আহত হন।


আবার, কাশ্মীরের নওগামে সেক্টরে পাক গুলিতে আরেক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে সেনার তরফে জানানো হয়েছে। শুধু সেনা ছাউনি নয়, এদিন সীমান্তবর্তী গ্রামগুলিকেও লক্ষ্য করে গোলাগুলি শুরু করে পাক বাহিনী।


রাজৌরির ভিম্বর গলি ও বালাকোটে গ্রাম লক্ষ্য করে হামলা চালায় পাক সেনা। রাজৌরির কদালি ও সেহা অঞ্চলের তিনটি স্কুলে আটকে পড়ে দুশোর ওপর পড়ুয়া ও শিক্ষক। পরে সেনা গিয়ে তাঁদের উদ্ধার করে। সকলকে বুলেট-প্রুফ গাড়িতে করে নিরাপদে নিয়ে যাওয়া হয়।


পাক হামলার জেরে পুলিশের তরফে সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন কেউ বাড়ির বাইরে না বের হন। রাজৌরির ডেপুটি কমিশনার শাহিদ ইকবাল চৌধুরি বলেন, রাজৌরি-পুঞ্চ বেল্টের পঞ্জগ্রেন, রাজধানী ও নাইকা গ্রামগুলি পাক গোলার ঘায়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রামবাসীদের সাহায্যে ফিল্ড অফিসারদের নিয়োগ করা হয়েছে।


প্রসঙ্গত, গতকালই নিয়ন্ত্রণরেখা বরাবর জম্মু এবং কাশ্মীরের পুঞ্চ, রাজৌরি ও বারামুলা জেলায় বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি চুক্তিভঙ্গ করে পাক সেনা। ওই হামলায় এক ভারতীয় সেনা জওয়ান ও এক ৯ বছরের বালিকার মৃত্যু হয়। আহত হন আরও ৪ জন। চলতি মাসে পাক হামলায় ৪ জওয়ান সহ সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২ জন।


অন্যদিকে, বান্দিপোরার গুরেজ সেক্টরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল ভারতীয় সেনাবাহিনী। সেনার গুলিতে নিহত ২ জঙ্গি। ঘিরে ফেলা হয়েছে আরও ৪ জঙ্গিকে। গতকাল রাত ৮টা নাগাদ অনন্তনাগের ওয়ানিহামা গ্রামে অভিযান চালায় সেনা ও পুলিশ। গ্রামে লুকিয়ে থাকা জঙ্গিদের সঙ্গে শুরু হয় গুলির লড়াই। মৃত্যু হয় তিন অজ্ঞাতপরিচয় জঙ্গির। এর আগে গতকাল দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছিল ৩ জঙ্গির।