কোঝিকোড়ে: গোটা একটা দিন সদ্যোজাতকে মাতৃদুগ্ধ পান করতে না দেওয়ার ঘটনায় গ্রেফতার শিশুটির বাবা সহ দুই। শিশুটির বাবা আবুবক্কর সিদ্দিকিকে কোঝিকোড়ে থেকে ৩০ কিমি দূরে মুক্কাম এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রসঙ্গত, সদ্যোজাতের বাবা আবুবক্কর দাবি করেন, তাঁকে কোনও এক ধর্মগুরু বলেছেন পঞ্চমবারের আজান শেষ না হওয়া পর্যন্ত শিশুকে মাতৃদুগ্ধ পান করানো যাবে না। বুধবার বেলা দেড়টা নাগাদ শিশুপুত্রের জন্ম হয়। ধর্মীয় কারণ দেখিয়ে শিশুটিকে প্রায় ২৪ ঘন্টা মাতৃদুগ্ধ পান করতে দেওয়া হয়নি। পরদিন দুপুরে দুধ পান করে সে। ঘটনাটি ঘটেছে কোঝিকোড়ের মুক্কমে ইএমএস হাসপাতালে।
এই ঘটনায় থানায় অভিযোগ করেন হাসপাতালেরই এক নার্স। আবুবক্কর(৩১) এবং ধর্মগুরু হায়দ্রোস থঙ্গল(৭৫)-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। উল্লেখ্য, ওই ধর্মগুরুই আবুবক্করকে এই বিধান দিয়েছিলেন। রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের কাছে এ খবর পৌঁছলে, তারাও তদন্তের নির্দেশ দেয়।
মোক্কাম পুলিশ জানিয়েছে, দুজনকেই গ্রেফতার করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যেই তাঁদের আদালতে পেশ করা হবে।
ধর্মীয় কারণে ২৪ ঘণ্টা শিশুকে মাতৃদুগ্ধ না দেওয়ার ঘটনায় গ্রেফতার বাবা সহ ২
Web Desk, ABP Ananda
Updated at:
05 Nov 2016 04:46 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -