রাজকোট:  জঙ্গি সংগঠন আইএসআইএসের সঙ্গে যোগসাজশের অভিযোগ ধৃত দুই ভাইয়ের ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। এই দুই ভাই গুজরাতে একাধিক আক্রমণের ছক কষেছিল বলে অভিযোগ। গতকাল ওয়াসিম রামোদিয়া ও তার ভাই নঈমকে গ্রেফতার করে গুজরাত পুলিশের সন্ত্রাস দমন শাখা।

এদিন বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের হাতে ধৃত দুজনের ১৪ দিনের পুলিশ হেফাজতের আর্জি জানায় এটিএস। উল্লেখ্য, ওয়াসিম ও নঈমের কাছ থেকে প্রচুর বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে। পুলিশ ওই দুজনকে জেরা করে জানার চেষ্টা করবে, কোথা থেকে বোমা তৈরির জন্য ওই বিস্ফোরক তারা যোগাড় করেছিল। অতীতেও তারা কোনও বিস্ফোরণ ঘটানো বা দেশবিরোধী কাজের ছক কষেছিল কিনা, তাও জানতেও তাদের জেরা করবে পুলিশ।

ওই দুজনকে জেরা করে পুলিশ জানতে চায়, আইএসআইএসের স্লিপাল সেল গুজরাতে সক্রিয় রয়েছে কিনা।

উল্লেখ্য, ওয়াসিম ও নঈমের যথাক্রমে এমসিএ ও বিসিএ ডিগ্রি রয়েছে। আইএসের হ্যান্ডলারদের সঙ্গে তাদের যোগ রয়েছে এবং তারা গুজরাতের বিভিন্ন ধর্মীয় স্থানগুলিতে হামলার ছক কষেছিল বলে অভিযোগ। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিকে গতকাল সকালে অভিযান চালিয়ে ভাবনগর থেকে এই দুই ভাইকে গ্রেফতার করে এটিএস।