শ্রীনগর:  কাশ্মীরে গত ৪৮ ঘণ্টায় বিভিন্ন ব্যাঙ্কে লুঠতরাজ চালিয়ে কয়েক লক্ষ টাকা লুঠ করল জঙ্গিরা। গতকালের পর আজ ফের পুলওয়ামায় দুঘণ্টার ব্যবধানে দুটি ব্যাঙ্ক লুঠ করল জঙ্গিরা। সূত্রের দাবি, আজকের হামলায় প্রায় লক্ষাধিক টাকা লুঠ হয়েছে। প্রথম লুঠের ঘটনাটি ঘটে আজ দুপুর ১টা ৫০ মিনিট নাগাদ। এলাকুয়াই দেহাতি ব্যাঙ্কের ওয়াহিবুঘ শাখায়। আচমকাই ব্যাঙ্কের ভেতর ঢুকে পড়ে চারজন স্বশস্ত্র জঙ্গি। ব্যাঙ্ককর্মীদের মাথায় বন্দুক রেখে প্রায় তিন থেকে চার লাখ টাকা লুঠ করে নিয়ে পালায় জঙ্গিরা। এরপরই ঘটনাস্থলে যায় পুলিশকর্মীরা। শুরু হয়েছে জঙ্গিদের খোঁজে তল্লাশি। এই ঘটনার পর দুঘণ্টা কাটতে না কাটতে ফের পুলওয়ামায় জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্কের নেহামা শাখায় হামলা চালায় জঙ্গিরা। এবারের ঘটনাটি ঘটে দুপুর তিনটে কুড়ি মিনিট নাগাদ। গতকাল একটি ব্যাঙ্ক লুঠ করে প্রায় ৬৫ হাজার টাকা নিয়ে পালায় জঙ্গিরা। সোমবার একটি ব্যাঙ্কের ক্যাশ ভ্যানে হামলা চালিয়ে পাঁচ পুলিশকর্মী ও দুই নিরাপত্তারক্ষীকে মেরে ফেলে জঙ্গিরা। কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতিতে কার্যত সন্ত্রস্ত সাধারণ মানুষ।