ঠানে: বোনের সঙ্গে এক যুবকের সম্পর্ক মেনে নিতে না পেরে হুমকি, ভয় দেখিয়ে আত্মহত্যার রাস্তায় ঠেলে দেওয়ার অভিযোগে গ্রেফতার ২ ভাই। মহারাষ্ট্রের ঠানের ঘটনা। পুলিশ জানিয়েছে, গত ৮ জুন চন্দ্রপ্রসাদ গৌড় ও কুন্দনপ্রসাদ গৌড় নামে অভিযুক্ত ভাইয়েরা ভিওয়ান্ডির শাঠে নগরের বাসিন্দা আপ্পা পাটিলকে হুমকি দিয়েছিল, তাদের বোনের সঙ্গে সম্পর্ক চালিয়ে গেলে পরিণাম খারাপ হবে। ভয় দেখানোর কয়েক ঘন্টার মধ্যেই ২১ বছরের যুবক আপ্পা মোথাওয়াড়া এলাকায় নাইনলের দড়িতে গলায় ফাঁস দিয়ে গাছ থেকে ঝুলে আত্মঘাতী হন। মৃত যুবকের মায়ের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় মামলা রুজু করা হয় গৌড় ভাইদের বিরুদ্ধে। দুজনেরই বয়স ২৫। সোমবার রাতে তাদের গ্রেফতার করে পুলিশ।
সম্পর্কে আপত্তি, হুমকি দেওয়ায় আত্মঘাতী বোনের বন্ধু, গ্রেফতার ২ ভাই
Web Desk, ABP Ananda
Updated at:
11 Jun 2019 06:14 PM (IST)
মৃত যুবকের মায়ের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় মামলা রুজু করা হয় গৌড় ভাইদের বিরুদ্ধে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -