রায়পুর: ছত্তিশগঢ়ের কাঙ্কের জেলায় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারালেন বিএসএফের দুই জওয়ান। আহত হয়েছেন আরও একজন। পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (মাওবাদী দমন অভিযান) সুন্দররাজ সংবাদসংস্থাকে জানিয়েছেন, পরতাপউর থানা একালায় বিএসএফের মহলা ক্যাম্পের কাছের একটি জঙ্গলে এই গুলির লড়াই হয়। বিএসএফের ১১৪ তম ব্যাটেলিয়ন মাওবাদী-দমন অভিযান চালিয়ে ফেরার পথে গুলির লড়াই শুরু হয়।


বারকোট গ্রামে জঙ্গলের মধ্যে দিয়ে বিএসএফের টহলদারি দল ফেরার সময় মাওবাদীরা গুলি ছুঁড়তে শুরু করে। পাল্টা জবাব দেয় বিএসএফও। শুরু হয়ে যায় গুলির লড়াই। কিছুক্ষণ পর জঙ্গলে গা-ঢাকা দেয় মাওবাদীরা।

সুন্দররাজন জানিয়েছেন, লোকেন্দ্র সিংহ ও মুখধিয়ার সিংহ নামে বিএসএফের দুই কনস্টেবল নিহত হয়েছেন। সন্দীপ দে নামে অন্য এক কনস্টেবল গুলির লড়াইয়ে জখম হয়েছেন।

গুলির লড়াইয়ের খবর পেয়েই ঘটনাস্থলে যায় নিরাপত্তা বাহিনী। নিহতদের দেহ উদ্ধার করে  পাখানজোরে বিএসএফের ১১৪ তম ব্যাটেলিয়নের সদর দফতরে নিয়ে আসা হয়। আহত জওয়ানকে বিমানে করে চিকিত্সার জন্য রায়পুরে নিয়ে আসা হচ্ছে।

উল্লেখ্য, গত ৯ জুলাই কাঙ্কেরেই মাওবাদীদের আইইডি বিস্ফোরণে ১২১ তম ব্যাটেলিয়নের দুই বিএসএফ জওয়ান নিহত হয়েছিলেন।  নিহত জওয়ানরা ওই সময় বাইকে চড়ে টহলদারি করছিলেন। সেই সময় মাওবাদীরা ছোটেবেঠিয়া এলাকায় ওই বিস্ফোরণ ঘটায়।