দুমড়ে-মুচড়ে যাওয়া বগি থেকে উদ্ধার দুই শিশু
ABP Ananda, web desk | 20 Nov 2016 01:55 PM (IST)
পুখরায়া (কানপুর): ইন্দওর-পটনা এক্সপ্রেসের দুমড়ে-মুচড়ে যাওয়া একটি বগি থেকে উদ্ধার করা হল দুই শিশুকে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের এস ৩ বগি থেকে ছয় ও সাত বছরের দুটি শিশুকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ওই দুই শিশুকে যেখান থেকে উদ্ধার করা হয়, সেখানেই এক মহিলার নিথর দেহ পাওয়া যায়। ওই মহিলাই সম্ভবত দুই শিশুর মা বলে অনুমান পুলিশের। কানপুরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত শতাধিক, জখম দুশোরও বেশি এনডিআরএফ কম্যান্ডান্ট একে সিংহ জানিয়েছেন, তালগোল পাকিয়ে যাওয়া অন্য একটি কোচে দুজন কিশোরী আটকে রয়েছে। ওদের বাইরে বের করে আনতে ক্রেনের ব্যবহার করা যায়নি। তবে তাদের নিরাপদেই উদ্ধার করা যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। উদ্ধার অভিযান শেষ করার আগে দুমড়ে-মুচড়ে যাওয়া বগিগুলি ভালো করে পরীক্ষা করে দেখা হবে। ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে অসংখ্য মানুষের ভিড় জমে যায়। এই ভিড় মোকাবিলার বিষয়টি উদ্ধার কাজে ব্যাঘাত ঘটিয়েছে বলে জানিয়েছেন একে সিংহ।