জম্মু: সাম্বা ও জম্মুর আর এস পুরা, রামগড় ও আর্নিয়া সেক্টরে ভোর থেকে গোলাগুলি বর্ষণ করতে শুরু করেছে পাকিস্তানিরা। এতে ২ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন, আহত ৩ জন। জবাব দিচ্ছে বিএসএফও।
এই তিনটি সেক্টরের ৪০টি সীমান্ত ছাউনির ওপর ৮২ এমএম ও ৫২ মর্টার বোমা দেগে টানা হামলা চালাচ্ছে পাকিস্তান। ছোট স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালাচ্ছে তারা। সীমান্ত ছাউনি ছাড়াও তাদের টার্গেটে রয়েছে আন্তর্জাতিক সীমান্তের আশপাশে গড়ে ওঠা গ্রামগুলি।
পুলিশ জানিয়েছে, আর্নিয়া, রামগড় ও আর এস পুরা সেক্টরে ৪০টিরও বেশি গ্রাম এই হামলায় তছনছ হয়ে যাচ্ছে। ১ মহিলা সহ ২ জন সাধারণ মানুষ ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ৩ জন।
পাক গোলাগুলির জেরে ১০০০-এর বেশি গ্রামবাসী এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছেন। সীমান্তবর্তী এলাকার স্কুলগুলিও বন্ধ রয়েছে।
গতকাল পাক রেঞ্জার্সের হামলায় ১৭ বছরের এক কিশোরী ও এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয়, আহত হন ৬ জন।
কাশ্মীরে ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান, গুলিতে মৃত ২ নাগরিক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Jan 2018 10:20 AM (IST)
ফাইল চিত্র
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -