নয়াদিল্লি: অবশেষে উদ্ধার হল নেহরু মিউজিয়াম থেকে চুরি যাওয়া জওহরলাল নেহরুর উপহার পাওয়া দুষ্প্রাপ্য ছুরি। চুরির ঘটনায় মিউজিয়ামেরই দুই কর্মীকে বুধবার রাতে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ওই ছুরি তাদের কাছ থেকে উদ্ধারও করা হয়েছে।
প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে ছুরিটি উপহার দিয়েছিল সৌদি আরব সরকার। দীর্ঘদিন ধরে সেটি নেহরু মিউজিয়ামের হেফাজতে। কিন্তু সোমবার সন্ধেয় তা চুরির খবর প্রকাশ্যে এলে হইচই পড়ে যায়। নিরাপত্তা রক্ষীরা দেখেন, যে কাচের বাক্সের মধ্যে সোনালি রঙের ওই ছুরি ছিল, সেটি ভাঙা, উধাও নেহরুর ছুরি। তদন্তে নেমে পুলিশ জানায়, সম্ভবত মিউজিয়ামের কেউ এই কাণ্ড ঘটিয়েছে, কারণ যেদিন ছুরি চুরি যায়, অর্থাৎ সোমবার মিউজিয়াম বন্ধ ছিল। সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজন হিসেবে কয়েকজনকে চিহ্নিত করে পুলিশ। এরপরেই জেরার মুখে ভেঙে পড়ে অভিযুক্ত দুই সাফাইকর্মী।
জানা গেছে, ধৃত দু’জন মিউজিয়ামে সাফাই কর্মী ছিল। এক বছর ধরে চুক্তির ভিত্তিতে কাজ করছিল তারা। প্রায় ছ’ঘণ্টা জেরার পর তাদের গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তরা স্বীকার করেছে, অভাবে পড়েই তারা এই কাজ করেছে। ফিরোজশাহ কোটলার বস্তি এলাকায় তাদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে চুরি হওয়া ছুরি।
নেহরু মিউজিয়ামের চুরি যাওয়া ছুরি উদ্ধার, ধৃত ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Apr 2016 04:02 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -