মালেগাঁও: ঋণের বোঝা ও পেঁয়াজ ফলনে আর্থিক লোকসানে জর্জরিত হয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন মহারাষ্ট্রের নাসিক জেলার ২ কৃষক।
একদিকে, সৌন্দানে গ্রামের বাসিন্দা মহাড়ু কারভরি পওয়ার নিজের বাড়িতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই তিনি মারা যান। জানা গিয়েছে, বিপুল ঋণের বোঝায় ৫৭ বছরের এই কৃষক মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন।
অন্যদিকে, ডোংরাগাঁও গ্রামের বাসিন্দা জগন ভিঠাল আহিরে নামে এক কৃষকও আত্মহত্যা করেন। জানা গিয়েছে, স্থানীয় কো-অপারেটিভ থেকে ৭০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন ৩৮ বছরের এই কৃষক। কিন্তু, ফসলে লোকসান হওয়ায় তিনি ঋণ মেটাতে পারেননি। গতকাল নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি।
পুলিশ জানিয়েছে, উভয় ক্ষেত্রেই পেঁয়াজ ফলনে লোকসান হওয়াকেই দায়ী করা হয়েছে।