গুরুগ্রাম: দুই মহিলা কর্মীর সাহসিকতায় ব্যাঙ্ক লুঠ করতে ব্যর্থ হল ডাকাতদল। আটক ২ দুষ্কৃতী।
খবরে প্রকাশ, গতকাল দুপুর ১টা নাগাদ গুরুগ্রামের বাদশাহপুরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় হানা দেয় দুই সশস্ত্র দুষ্কৃতী। ব্যাঙ্কের মধ্যে ঢুকে তারা গেট বন্ধ করে দেয় বলে অভিযোগ।
গুরুগ্রাম পুলিশের জনসংযোগ আধিকারিক এসিপি মণীশ সেহগল জানান, দুষ্কৃতীরা মহিলা কর্মীদের বন্দুকের ভয় দেখিয়ে পণবন্দি করার চেষ্টা করে। কিন্তু, ২ মহিলা কর্মী পাল্টা লড়াই চালিয়ে এক দুষ্কৃতীর হাত থেকে বন্দুক ছিনিয়ে নেন।
দেখুন সেই ভিডিও:
এরপরই ওই মহিলারা অ্যালার্ম বাজিয়ে দেওয়ায় স্থানীয় বাসিন্দারা ছুটে চলে আসেন। খবর পৌঁছে যায় স্থানীয় থানায়। জনতা ঢুকে দুই দুষ্কৃতীকে পাকড়াও করে ফেলে। তাদের বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
গুরুগ্রামের পুলিশ কমিশনার সন্দীপ খিরওয়াড় জানান, বিপদের মুখে সাহসিকতার পরিচয় দিয়ে অন্যদের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছেন ওই ২ মহিলা কর্মী। তিনি যোগ করেন, আগামী কয়েকদিনের মধ্যেই তাঁদের পুরস্কৃত করা হবে।