পানাজি: গুরমীত রাম রহিমের পর এবার আরেক স্বঘোষিত গডম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল।


খবরে প্রকাশ, কর্নাটকের ওই স্বঘোষিত গডম্যানের বিরুদ্ধে গোয়ায় ধর্ষণের অভিযোগ উঠেছে। ‘রবিশঙ্কর’ নামে ওই গডম্যানের ২ অনুগামীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অপরাধে মদত দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে, এখনও বেপাত্তা গডম্যান নিজে।


সম্প্রতি, গডম্যানের খোঁজে কর্নাটকের কুন্দপুরে গিয়েছিল গোয়া পুলিশ। কিন্তু, তারা খালি হাতে ফিরে আসে। সন্তোষ কুম্ভার ও নিখিল চহ্বন নামে ওই ২ সহযোগীকে ১১ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।


প্রসঙ্গত, মহারাষ্ট্রের সিন্ধুদূর্গ জেলার আচরার বাসিন্দা ১৯ বছরের এক মহিলা গত ৬ তারিখ অভিযোগ করেন, মাপুসার কাছে একটি বাড়িতে তাঁকে ধর্ষণ করেছে ওই গডম্যান।


মহিলার দাবি, ৫ তারিখ আচরায় ছেড়ে দেওয়ার অছিলায় মহিলাকে গাড়িতে তোলে কুম্ভার। পথে, নরম পানীয় তাঁকে খেতে দেওয়া হয়। তা খাওয়ার পরই তিনি অবশ হয়ে পড়েন। মহিলা পরে জানান, তাঁকে মাদক মেশানো পানীয় খাওয়ানো হয়েছিল।


মহিলা জানান, তাঁকে মাপুসার কাছে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে গডম্যান ও চহ্বন ছিল। দুই সহযোগী বেরিয়ে গেলে, গডম্যান তাঁকে ধর্ষণ করে।