'মুসলিম বন্ধুদের সঙ্গে দেখা' করায় দুই তরুণীকে মারধর, গ্রেফতার হিন্দুত্ববাদী গোষ্ঠীর দুই কর্মী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Jan 2018 12:39 PM (IST)
ম্যাঙ্গালুরু: মুসলিম তরুণদের সঙ্গে কথা বলায় দুই তরুণীকে নিগ্রহ, মারধরের অভিযোগে গ্রেফতার দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী গোষ্ঠীর দুই কর্মী। ম্যাঙ্গালুরুর পুলিশ কমিশনার টি আর সুরেশ বলেছেন, পিলিকুলায় দুই ছাত্রীকে নিগ্রহের ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৬ (অপরাধমূলক হুমকির ) , ৩৪২ (জোর করে আটকে রাখা) এবং ৩৫৫ (কোনও ব্যক্তিকে লাঞ্ছিত করতে নিগ্রহ) ধারায় মামলা রুজু করা হয়েছে। সুরেশ জানিয়েছেন, আক্রান্তরা তালিপাড়ির কলেজের প্রি-ইউনিভার্সিটির পড়ুয়া। তাঁরা গত মঙ্গলবার বন্ধুদের সঙ্গে দেখা করায় তাঁদের ওপর হামলা চালানো হয়। তরুণীদের ওই বন্ধুরা মুসলিম। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুই তরুণীকে নিগ্রহের ঘটনার ছবি সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ে। ভিডিওতে চারজনকে দেখা যাচ্ছে। তাদের মধ্যে একজনকে ওই দুই ছাত্রীকে নিগ্রহ করতে দেখা যাচ্ছে। ভিডিওটিতে এক পুলিশ কর্মীকে ওই দুষ্কৃতীতের আটকানোর চেষ্টা করতেও দেখা গিয়েছে।