বিজাপুর: ছত্তিশগড়ের বিজাপুর জেলার কেতালনার গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সরকারি প্রকল্পের দুধ খেয়ে দুই শিশুর মৃত্যু। অসুস্থ আরও দু জন।
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিংহ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি নিজের বাসভনে সরকারি আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক করেছেন। এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশে এই ঘটনা খতিয়ে দেখার জন্য রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী রামশীলা সাহু ও স্কুল শিক্ষা মন্ত্রী কেদার কাশ্যপ কেতালনার গ্রামে গিয়েছেন।
বিজাপুরের জেলাশাসক আয়াজ তাম্বোলি জানিয়েছেন, সোমবার ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ১০ জন শিশু দুধ খায়। তার মধ্যে চার জন অসুস্থ হয়ে পড়ে। আর পি পুদিয়াম ও পারমিলা মিচা নামে তিন বছর বয়সি ওই দুটি মেয়ে দুধ খাওয়ার কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে পড়ে। গ্রামের এক হাতুড়ে ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা হয়। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। মঙ্গলবার তাদের মৃত্যু হয়েছে। অসুস্থ অন্য দু জন শিশুর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন জেলাশাসক।
তিনি আরও বলেছেন, অন্য ৬ জন শিশু ওই একই দুধ খেয়েছিল। কিন্তু তারা সম্পূর্ণ সুস্থ আছে। ফলে ঠিক কী কারণে ওই দুই শিশুর মৃত্যু হল তা তদন্ত করে দেখতে হবে। তারা দুধ ছাড়াও অন্য কিছু খেয়েছিল বলে সন্দেহ করছেন তাঁরা। মৃত দুই শিশুর ময়নাতদন্ত করা হচ্ছে। সেই পরীক্ষার রিপোর্ট পেলেই পরিষ্কার হবে কী কারণে তাদের মৃত্যু হল।
ছত্তিশগড় সরকার সম্প্রতি শিশুদের অপুষ্টি দূর করার লক্ষ্যে ‘মু্খ্যমন্ত্রী অমৃত যোজনা’ নামে একটি প্রকল্প চালু করেছে। এই প্রকল্প অনুসারে, প্রতি সোমবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ৩ থেকে ৬ বছর বয়সি শিশুদের ১০০ মিলি লিটার করে মিষ্টি ও সুগন্ধী দুধ দেওয়া হবে। কিন্তু সেই দুধ খেয়েই দুই শিশুর মৃত্যু হল।
কংগ্রেস এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের সমালোচনা করে বলেছে, গাফিলতির ফলেই দুই শিশুর মৃত্যু হয়েছে। এর জন্য যারা দায়ী, তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।
ছত্তিশগড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুধ খেয়ে দুই শিশুর মৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 May 2016 11:30 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -