মাদক নিয়ে টয়লেটে ঢুকতে বাধা, ছুরির কোপে খুন যুবক, গ্রেফতার ২
Web Desk, ABP Ananda | 07 Jun 2017 05:27 PM (IST)
নয়াদিল্লি: দিল্লির নানগলই এলাকায় শৌচাগার চত্বরে মাদক নিয়ে ঢুকতে বারণ করায় খুন। গতকাল রাহুল নামে এক যুবক মেয়ে, বাচ্চারাও টয়লেট ব্যবহার করে বলে সেখানে মাদক নিয়ে ঢুকতে বারণ করেছিল সলমন, শাহিদকে। বাধা পেয়ে তারা চলে যায়। কিন্তু ফিরে এসে এর শোধ তুলতে রাহুলকে ছুরির কোপে ক্ষতবিক্ষত করে। রাহুলের মা বাধা দিলে তাঁকেও ধাক্কা দেয় তারা। রাহুলকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত অবস্থায় আনা হয়েছে বলে ঘোষণা করেন সেখানকার ডাক্তাররা। আজ গ্রেফতার করা হয় সলমন, শাহিদকে। দুজনেরই বয়স কুড়ির কোঠায়। গত ২৭ মে উত্তরপশ্চিম দিল্লির জিটিবি নগর মেট্রো স্টেশনে বাইরে প্রকাশ্যে দুটি লোককে প্রস্রাব করতে দেখে বাধা দিয়েছিলেন এক ই-রিক্সা চালক। এজন্য তাঁকে গণপিটুনি দিতে মেরে ফেলে ডজনখানেক লোক। দুজনকে ওই ঘটনার ব্যাপারে গ্রেফতার করা হয়।