সম্ভল: উত্তরপ্রদেশের সম্ভল জেলার রাজপুরা এলাকায় এক মহিলাকে ধর্ষণ করে জীবন্ত পুড়িয়ে দেওয়ার ঘটনায় পাঁচ অভিযুক্তের মধ্যে দুইজনকে গ্রেফতার করল পুলিশ।

গত শনিবার ওই মহিলাকে তাঁর বাড়িতে পাঁচ দুষ্কৃতী ধর্ষণের পর  একটি মন্দির চত্বরে তাঁকে জীবন্ত পুড়িয়ে মারে বলে অভিযোগ।

পুলিশ সুপার আর এম ভরদ্বাজ বলেছেন, ওই ঘটনায় মূল অভিযুক্ত আমার সিংহ ও ভোনা ওরফে কুনওয়ার পালকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেরা করা হচ্ছে।

বাকি তিন অভিযুক্তকে ধরতে পুলিশের চারটি দল গঠন করা হয়েছে। ওই দলগুলি বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে।

বেরিলি জোনের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল প্রেম প্রকাশ বলেছেন, যে নম্বর থেকে নির্যাতিতা ১০০ নম্বরে ফোন করে অভিযোগ করেছিলেন, সেই নম্বরের কল ডিটেলস সংগ্রহ করা হচ্ছে। তদন্তে এখনও পর্যন্ত জানা গেছে যে, ওই নম্বর থেকে কোনও কল করা হয়নি।

গুন্নাউরের সার্কেল অফিসার আকিল আহমেদ বলেছেন, অভিযুক্তরা সবাই ৩০ বছরের ওই নির্যাতিতার আত্মীয়।

নির্যাতিতার স্বামীর দায়ের করা অভিযোগ অনুসারে, গত শনিবার রাত আড়াইটে নাগাদ ওই নারকীয় ঘটনা ঘটে। ওই সময় বাড়িতে ছিলেন নির্যাতিতা ও তাঁর মেয়ে। পাঁচ দুষ্কৃতী বাড়িতে ঢুকে মহিলাকে ধর্ষণ করে।

এরপর অভিযুক্তরা নির্যাতিতাকে টানতে টানতে একটি মন্দির চত্বরের কুঁড়েঘরে নিয়ে যায় এবং তাঁকে জীবন্ত পুড়িয়ে মারে।

রাজপুরার এসএইচও অরুণ কুমার জানিয়েছেন, যে কুঁড়ে ঘরটিকে মহিলাকে পুড়িয়ে মারা হয়, সেখানে হোম-ষজ্ঞ হত।

পুলিশ সুপার গতকাল বলেছিলেন যে, ময়নাতদন্তের রিপোর্টে নির্যাতিতাকে ধর্ষণ বা গণধর্ষণের বিষয়টি নিশ্চিত হয়নি।  মোরাদাবাদের ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিকে বিষয়টি নিশ্চিত করে জানাতে বলা হয়েছে এবং এরজন্য প্রয়োজনীয় নুমনা পাঠানো হবে।

নির্যাতিতার স্বামীর অভিযোগ অনুযায়ী, গণধর্ষণের শিকার হওয়ার ওই মহিলা তাঁর এক তুতো ভাইকে ফোন করেন। কিন্তু পুলিশে খবর দেওয়ার আগেই দুষ্ক়ৃতীরা ফিরে এসে নির্যাতিতাকে টেনি নিয়ে গিয়ে জ্যান্ত পুড়িয়ে মারে।

এই নৃশংস ও মর্মান্তিক ঘটনা নিয়ে বিজেপিকে নিশানা করেছে সমাজবাদী পার্টি। রাজ্যের বিরোধী দলের দাবি, সারা দেশ জুড়ে ক্রমবর্দ্ধমান ধর্ষণ ও মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা থেকে মানুষের নজর ঘুরিয়ে দিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সপা-র সাধারণ সম্পাদক রাম গোপাল যাদব বলেছেন, শুধু সম্ভলই নয়, সারা দেশেই মহিলাদের বিরুদ্ধে অপরাধ ও ধর্ষণের ঘটনা বাড়ছে। আর প্রধানমন্ত্রী এই সমস্যার দিক থেকে মানুষের নজর ঘুরিয়ে দিতে চাইছেন।