শ্রীনগর: উত্তর কাশ্মীরের হান্ডওয়ারায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ হিজবুল মুজাহিদিনের। সেখানকার সাটগুন্ড এলাকায় বৃহস্পতিবার ভোরে দুপক্ষের এনকাউন্টার হয়। দুই হিজবুল জঙ্গি নিহত হয়েছে। এদের একজন পিএইচডি ধারী নামী ছাত্র, যে সন্ত্রাসবাদীদের খাতায় নাম লিখিয়েছিল। তার নাম মানান বসির ওয়ানি।
প্রশাসনিক কর্তাব্যক্তিরা জানিয়েছেন, সাটগুন্ডে ২৭ বছর বয়সি ওয়ানি, আরও দুজনের সঙ্গে গা ঢাকা দিয়ে রয়েছে বলে গোয়েন্দা সূত্রে পাওয়া পাকা খবরের ভিত্তিতে সেখানে অভিযানে নামে নিরাপত্তাবাহিনী। পুলিশ, নিরাপত্তা জওয়ানদের দিকে ঝাঁকে ঝাঁকে গুলি চালায় গোপন ঘাঁটিতে লুকিয়ে থাকা জঙ্গিরা। সকাল ১১টা পর্যন্ত ব্যাপক গোলাগুলি বিনিময় হয় দুপক্ষের। পুলিশ মাইকে বারবার সন্ত্রাসবাদীদের আত্মসমর্পণের ডাক দিলেও সাড়া দেয়নি তারা। সকাল ৯টা নাগাদ একবার কিছুক্ষণের জন্য জঙ্গিরা গুলি চালানো বন্ধ রাখে। সংঘর্ষস্থলে তল্লাশি শুরু করেন জওয়ানরা। কিন্তু মিনিট ১৫ বাদে আবার গুলি ছুটে আসতে থাকে। জবাব দেয় নিরাপত্তাবাহিনীও।
এ বছরের গত জানুয়ারিতে সন্ত্রাসবাদী গোষ্ঠীতে যোগ দেয় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পিএইচডি করা ছাত্র ওয়ানি।
কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিহত পিএইচডি গবেষক জঙ্গি সহ হিজবুলের ২
Web Desk, ABP Ananda
Updated at:
11 Oct 2018 03:27 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -